সমর্থন চাইলেন প্রণব, আশ্বাস সুমনের

রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়ন ঘিরে যখন ঘোর বিরধিতার পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তাঁকে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদ কবীর সুমনকে ফোন করে অনুরোধ জানালেন প্রণব মুখোপাধ্যায়। বুধবারই যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদকে ফোন করেন তিনি।

Updated By: Jun 20, 2012, 04:08 PM IST

রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়ন ঘিরে যখন ঘোর বিরধিতার পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তাঁকে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদ কবীর সুমনকে ফোন করে অনুরোধ জানালেন প্রণব মুখোপাধ্যায়। বুধবারই যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদকে ফোন করেন তিনি। প্রণব মুখোপাধ্যায়কে ভোট দেবেন বলে আশ্বস্ত করেছেন তৃণমূলের এই বিতর্কিত সাংসদ। মঙ্গলবারই কবীর সুমন ২৪ ঘণ্টাকে জানিয়েছিলেন রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকেই সমর্থন করছেন তিনি। তারপরেই বুধবার কবীর সুমনকে ফোন করে তাঁকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেলেন প্রণব মুখার্জি।
প্রণব মুখার্জির প্রার্থীপদকে সমর্থন নিয়ে শুরু থেকেই দ্বিধাবিভক্ত ছিল তৃণমূল শিবির। তৃণমূলে এমন অনেক নেতাই আছেন যাঁরা একসময় প্রণব মুখার্জির ঘনিষ্ঠ ছিলেন। এমনকী তৃণমূলের অনেকেরই প্রণব মুখার্জির সঙ্গে ব্যাক্তিগত সম্পর্কও ভাল। অন্যদিকে রাষ্ট্রপতি পদে লোকসভার প্রাক্তন স্পিকার পি এ সাংমাকে সমর্থন করতেও রাজি ছিলেন না তৃণমুলের অনেকেই। ফলে, তৃণমূল শিবিরে ক্রস ভোটিংয়ের আশঙ্কা থেকেই যাচ্ছিল। গোপন ব্যালটে ভোটগ্রহণ হওয়ার দরুন তা আরও সহজতর হবে বলেই আশঙ্কা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষত্রে, শেষ পর্যন্ত তৃণমূল ভোটদানে বিরত থাকবে বলেই মনে করছিল রাজনৈতিক মহল। এই অবস্থায় কবীর সুমনের প্রণব বাবুকে সমর্থনের আশ্বাস তৃণমূল শিবিরে ফাটল আরও গভীর হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।
এদিকে কবীর সুমনের বক্তব্যের পরই রাষ্ট্রপতি নির্বাচনের দুদিন আগে দলীয় বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আদপেও ভোটদানে অংশগ্রহণ করবে নাকি বিরত থাকবে তা নিশ্চিত করতেই মূলত এই শেষ মুহুর্তের বৈঠক। তবে আপাতত রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সাংসদদের প্রকাশ্যে কিছু না বলারই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক অতীতে বিভিন্ন বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিতর্কের শিরোনামে এসেছিলেন দলীয় সাংসদ কবীর সুমন। সেই অবস্থায় দাঁড়িয়ে কবীর সুমন হয়তো প্রণববাবুকে সমর্থন করবে বলেই আঁচ পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত প্রত্যাশিত পথেই হাঁটলেন তৃণমূলের 'গানওয়ালা'।

.