'মুখ্যমন্ত্রী কি ফালতু কথা বলার জন্য আছেন নাকি?' হাওয়ালায় রাজ্যপালকে পাল্টা TMC

হাওয়ালা চার্জশিটে রাজ্যপালের নাম, অভিযোগ মমতার (Mamata Banerjee)। খণ্ডন রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar)। 

Updated By: Jun 28, 2021, 09:45 PM IST
'মুখ্যমন্ত্রী কি ফালতু কথা বলার জন্য আছেন নাকি?' হাওয়ালায় রাজ্যপালকে পাল্টা TMC

নিজস্ব প্রতিবেদন: জৈন হাওয়ালা কেলেঙ্কারির চার্জশিটে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Governor Jagdeep Dhankhar) নাম রয়েছে বলে সোমবার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ মিথ্যা বলে সেই অভিযোগ খণ্ডন করলেন রাজ্যপাল। তার অব্যবহিত পরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,'মুখ্যমন্ত্রী কি ফালতু কথা বলার জন্য আছেন নাকি?'

বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, জৈন হাওয়ালা কেলেঙ্কারির চার্জশিটে নাম রয়েছে রাজ্যপালের। পরে আদালতের নির্দেশে নাম সরানো হয়। ওই রায়কে চ্যালেঞ্জ করে দাখিল হয় রিট পিটিশন বা জনস্বার্থ মামলা। তা এখনও ঝুলে রয়েছে। সন্ধেয় ওই অভিযোগের প্রেক্ষিতে জবাব দেন রাজ্যপাল। তিনি বলেন,'কোন চার্জশিটের কথা বলছেন? কোথায় রাজ্যপালের নাম আছে? আপনাদের বলি, রাজ্যপালের নামে কোনও চার্জশিট নেই। এটা সত্য থেকে অনেক দূরে। সম্পূর্ণ মিথ্যা।' চার্জশিটে নাম না থাকলেও হাওয়ালা মামলায় তাঁর নাম যুক্ত ছিল কি না তা রাজ্যপাল কোথাও বলেননি বলে পাল্টা দাবি করেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। তাঁর কথায়,'রাজ্যপাল বলেছেন, হাওয়ালা চার্জশিটে ওঁর নাম ছিল না। সেটা দেখতে হবে। প্রায় ৩০ বছর আগের মামলা। সব নথি খতিয়ে দেখে বলতে হবে। কিন্তু তিনি কোথাও উনি বলেননি জৈন হাওয়ালা মামলায় তাঁর নাম যুক্ত হয়েছিল কি না। জৈন ডায়েরিতে যাঁদের নাম ছিল, তাঁদের মধ্যে উনি ছিলেন কি না, তাও বলেননি। ওঁর কথা শুনে মনে হচ্ছে, অর্ধসত্য বলেছেন। আগামিকাল এ ব্যাপারে বিস্তারিত জানাব।'

মুখ্যমন্ত্রী অসত্য বলছেন বলে দাবি করেছেন ধনখড় (Governor Jagdeep Dhankhar)। এই প্রসঙ্গে সুখেন্দু শেখর বলেন,'মুখ্যমন্ত্রী কি ফালতু কথা বলার জন্য আছেন নাকি? ২৫ বছর সংসদীয় রাজনীতিতে আছেন। চার বার কেন্দ্রের মন্ত্রী। এখানে ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী। একেবারে গায়ে মাথা নেই কিছু। কোনও গন্ধ নেই নেই। শুধু পদ্মফুলের গন্ধ আছে এটা ভাবার কোনও কারণ নেই।' 

আরও পড়ুন- সরকারের কোনও ভূমিকা নেই, পুলিস-পুরসভা দায়িত্ব এড়াতে পারে না, টিকা-কাণ্ডে Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.