কাল মার, আজ মলম- ২৪ ঘণ্টার আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে সুজিত, প্রশ্নবানে ল্যাজেগোবরে বিধায়ক

কাল মার, আজ মলম। শনিবার তাঁর উপস্থিতিতেই মার খেয়েছিলেন সাংবাদিকরা। আজ চব্বিশ ঘণ্টার আহত সাংবাদিক মিন্টু বসাককে সমবেদনা জানাতে সুজিত বসু পৌছে গেলেন হাসপাতালে। বেরোনোর মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে রীতিমতো ল্যাজেগোবরে হলেন তৃণমূল বিধায়ক।

Updated By: Oct 4, 2015, 04:00 PM IST
কাল মার, আজ মলম- ২৪ ঘণ্টার আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে সুজিত, প্রশ্নবানে ল্যাজেগোবরে বিধায়ক

ওয়েব ডেস্ক: কাল মার, আজ মলম। শনিবার তাঁর উপস্থিতিতেই মার খেয়েছিলেন সাংবাদিকরা। আজ চব্বিশ ঘণ্টার আহত সাংবাদিক মিন্টু বসাককে সমবেদনা জানাতে সুজিত বসু পৌছে গেলেন হাসপাতালে। বেরোনোর মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে রীতিমতো ল্যাজেগোবরে হলেন তৃণমূল বিধায়ক।

টিভি ক্যামেরা, পুলিসকর্তা, তাবড় নেতাদের সামনে সাংবাদিক পেটালেও এখনও বহাল তবিয়তে অভিযুক্তরা। ঘটনার একদিন পরও পুলিস অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। গতকাল সল্টলেকে পুরভোটে শাসকদলের দাদাগিরির ছবি তুলতে গিয়ে আক্রান্ত হয় চব্বিশঘণ্টা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।

এদিকে, বিধাননগরে সংবাদ মাধ্যমের উপর হামলার প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস। আজ দুপুরে মৌলালি মোড় অবরোধ করেন তারা। পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল। যুব কংগ্রেসের অভিযোগ ভোটের নামে প্রহসন হয়েছে। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে।

কোথাও বহিরাগত নামিয়ে তাণ্ডব। আবার কোথাও স্রেফ নিঃশব্দ বিপ্লব। এলাকার পালস বুঝে নরম-গরম কৌশলেই শনিবার বিধাননগর, রাজারহাটে বাজিমাত করল তৃণমূল।

.