রক্তদান শিবির করায় গ্রেফতার বাম কাউন্সিলর, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি সুজনের

অবিলম্বে এধরনের 'অসভ্যতা' বন্ধের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Apr 10, 2020, 07:49 PM IST
রক্তদান শিবির করায় গ্রেফতার বাম কাউন্সিলর, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি সুজনের

নিজস্ব প্রতিবেদন : গরমকালে একেই রক্তের আকাল হয়। তারউপর এখন গোদের উপর বিষফোঁড়ার মতো হাজির করোনা। দুয়ের জেরে রাজ্যজুড়ে দেখা দিয়েছে রক্তের আকাল। থ্যালাসেমিয়া আক্রান্ত সহ বহু মানুষ বিপদে। এই পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের। এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ড. সুজন চক্রবর্তী। 

তাঁর স্পষ্ট অভিযোগ, সরকার রক্তের যোগান দিতে ব্যর্থ। অথচ রক্তদান শিবির করতেও বাধা দিচ্ছে। রক্তদান শিবির করলে চোখ রাঙাচ্ছে। এমনকি গ্রেফতারও করছে। এজিনিস কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা। অবিলম্বে এধরনের 'অসভ্যতা' বন্ধের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য়ে রক্তের সংকট যাতে না হয়, সেজন্য পুলিসের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি পুলিসকর্মী ডিউটির পর রক্ত দিচ্ছেন। একাজের জন্য রাজ্যের পুলিসকে বাহবাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন, মানবজাতির বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে রোশনারা-সুস্মিতারা, উদয়-অস্ত খেটে বানাচ্ছে PPE

.