অসুস্থ সুচিত্রা সেন

অসুস্থ সুচিত্রা সেন। সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। রবিবার থেকেই জ্বর, সর্দি, ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। এরপর বুধবার বড়দিনের সন্ধ্যাতেই তাঁকে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।

Updated By: Dec 28, 2013, 05:15 PM IST

অসুস্থ সুচিত্রা সেন। সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। রবিবার থেকেই জ্বর, সর্দি, ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। এরপর বুধবার বড়দিনের সন্ধ্যাতেই তাঁকে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।

সেখানেই বর্তমানে চিকিত্‍সকদের নজরদারিতে রয়েছেন তিনি। চিকিত্‍সকরা জানিয়েছেন আপাতত সুচিত্রা সেনের অবস্থা স্থিতিশীল হলেও আরও কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর চিকিত্‍সার জন্য গঠন করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড।

.