আবার সঙ্কটে সুচিত্রা

সুচিত্রা সেনের অবস্থা আবার সঙ্কটজনক। জানিয়েছেন চিকিত্সকেরা। গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। বেড়ে যায় হৃদস্পনও। রক্তে শর্করার মাত্রাও বেড়ে গিয়েছিল। নার্সিংহোমে ছুটে আসেন চিকিত্সকেরা। ভোরের দিকে উদ্বেগ সামান্য কাটে।

Updated By: Jan 2, 2014, 01:28 PM IST

সুচিত্রা সেনের অবস্থা আবার সঙ্কটজনক। জানিয়েছেন চিকিত্সকেরা। গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। বেড়ে যায় হৃদস্পনও। রক্তে শর্করার মাত্রাও বেড়ে গিয়েছিল। নার্সিংহোমে ছুটে আসেন চিকিত্সকেরা। ভোরের দিকে উদ্বেগ সামান্য কাটে।

মহানায়িকার শারীরিক অবস্থার উন্নতি হয় সামান্য। চিকিত্সকেরা জানিয়েছেন, আজ সকালে তিনি অল্প খাবার খেয়েছেন। মহানায়িকার ফুসফুসে সংক্রমণ কমাতে নেবুলাইজেশন চলছে। নেবুলাইজেশনের কারণেই সুচিত্রা সেনের হৃদস্পন্দন বেড়ে যায়। স্টেরয়েডের কারণে বেড়ে গিয়েছিল রক্তে শর্করার মাত্রা। তবে এখনও আশঙ্কা কাটেনি। জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। গত ২৩ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি সুচিত্রা সেন।

.