সব জায়গাতেই ভোটের আগে এমন হয়: সুব্রত

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই পঞ্চায়েত ভোট করার দিকেই এগোচ্ছে রাজ্য সরকার। ভোট প্রক্রিয়ায় ইতিমধ্যেই রাজ্যে ৯ জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে ২৪ ঘণ্টাকে বিস্ফোরক মন্তব্য দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। তিনি বলেন, "সব জেয়গাতেই ভোটের আগে এমন হয়।"

Updated By: Jun 17, 2013, 02:01 PM IST

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই পঞ্চায়েত ভোট করার দিকেই এগোচ্ছে রাজ্য সরকার। ভোট প্রক্রিয়ায় ইতিমধ্যেই রাজ্যে ৯ জন রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে ২৪ ঘণ্টাকে বিস্ফোরক মন্তব্য দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি। তিনি বলেন, "সব জেয়গাতেই ভোটের আগে এমন হয়।"
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেয়গায় সন্ত্রাস অব্যাহত। মনোনয়ন জমা দিতে বাধা ও বিরোধী দলের প্রার্থীদের মারধর ও অপহরণেরও অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীর বিরুদ্ধে। এ সব নিয়েই দায় এড়িয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। তবে পঞ্চায়েত ভোট সুষ্টু ভাবে করার চেষ্টা রাজ্য সরকার করবে বলে জানিয়েছেন সুব্রত বাবু।

.