সহপাঠীর ঘুঁসিতে মৃত্যু আর এক সহপাঠীর

দুই বন্ধুর ঝগড়া। তার জেরে মারামারি। বন্ধুর ঘুঁসিতে প্রাণ গেল আরেক বন্ধুর। মর্মান্তিক এ ঘটনা জোড়াবাগানের। অভিযুক্ত ছাত্র পলাতক।        

Updated By: Mar 3, 2016, 07:48 PM IST
সহপাঠীর ঘুঁসিতে মৃত্যু আর এক সহপাঠীর

ওয়েব ডেস্ক: দুই বন্ধুর ঝগড়া। তার জেরে মারামারি। বন্ধুর ঘুঁসিতে প্রাণ গেল আরেক বন্ধুর। মর্মান্তিক এ ঘটনা জোড়াবাগানের। অভিযুক্ত ছাত্র পলাতক।        

৬৬-র ১। নিমতলা স্ট্রিট। তিনতলা এবাড়িতে দীর্ঘদিন ধরে টিউশন পড়ান আশিস ভট্টচার্য। বৃহস্পতিবারও দোতলার ঘরে পড়ছিল ৫-৬ ছাত্র। বেলা ২টো নাগাদ কিছুক্ষণের জন্য তিনতলায় যান আশিসবাবু। সেসময়ই ঝগড়া শুরু হয়ে যায় মায়াঙ্ক সুরেখা ও তার এক বন্ধুর। আচমকাই ওই ছাত্র মায়াঙ্ককের বুকে সপাটে ঘুঁসি মারে। অচৈতন্য হয়ে পড়ে মায়াঙ্ক।

তড়িঘড়ি মায়াঙ্কের বাড়িতে খবর দেওয়া হয়। ছুটে আসেন মায়াঙ্কের মা। পাড়া প্রতিবেশীদের ডাকেন আশিসবাবু। ডেকে আনা হয় চিকিত্সকেও। চিকিত্‌সক এসে জানান মায়াঙ্কের দেহে আর প্রান নেই। এরপর মায়াঙ্কের দেহ ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারামারির পরই চম্পট দেয় অভিযুক্ত ওই ছাত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

.