শুনশান মহানগরে বিক্ষিপ্ত সংঘর্ষ, ফাঁকাই ছুটল বাস, রাস্তায় মানুষের চেয়ে পুলিসই বেশি

বন‌্ধে শুনশান মহানগর। বিক্ষিপ্ত সংঘর্ষ। রাস্তায় নামেনি বেসরকারি বাস। গুটিকয়েক সরকারি বাসে যাত্রীর সংখ্যা হাতে গোনা। কখনও ট্যাক্সিচালককে ধমক, কখনও যাত্রীদের বাসে তুলতে কন্ডাক্টরের ভূমিকায় খাঁকি উর্দিধারীরা।

Updated By: Sep 2, 2015, 06:54 PM IST
শুনশান মহানগরে বিক্ষিপ্ত সংঘর্ষ, ফাঁকাই ছুটল বাস, রাস্তায় মানুষের চেয়ে পুলিসই বেশি
ছবি- টুইটার থেকে।

ওয়েব ডেস্ক: বন‌্ধে শুনশান মহানগর। বিক্ষিপ্ত সংঘর্ষ। রাস্তায় নামেনি বেসরকারি বাস। গুটিকয়েক সরকারি বাসে যাত্রীর সংখ্যা হাতে গোনা। কখনও ট্যাক্সিচালককে ধমক, কখনও যাত্রীদের বাসে তুলতে কন্ডাক্টরের ভূমিকায় খাঁকি উর্দিধারীরা।

বিক্ষিপ্ত সংঘর্ষ। শহরের উত্তর থেকে দক্ষিণ এবং শহরতলিতে দফায় দফায় উত্তেজনা।

ধর্মতলা
এসইউসিআই কর্মী-সমর্থকদের সঙ্গে ধুন্ধুমার পুলিসের।

 গড়িয়া
স্টেশন রোড ও শীতলা মোড়ে  সিপিএমের মিছিলে পরপর হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। জখম অন্তত দশজন।
 যাদবপুর
যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে ধর্মঘটীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা, ধাক্কাধাক্কি।  
তারাতলা
সিটু ও আইএনটিটিইউসি কর্মীদের মধ্যে সংঘর্ষ তারাতলায়। পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সিটুর।

নিউটাউন
উত্তেজনা নিউটাউন বাসস্ট্যান্ডেও ।

করুণাময়ী
 করুণাময়ীতে ধর্মঘটীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি।

রাস্তায় বেসরকারি বাসের দেখা নেই। সরকারি বাস নামলেও যাত্রীর দেখা নেই।

যাদবপুর
সকাল থেকেই রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম। মাথা বাঁচাতে হেলমেট পরে বাস চালালেন সরকারি বাসের চালকরা।

ফাঁকা বাসের তত্ত্ব অবশ্য মানতেই চাইলেন না মন্ত্রী অরূপ বিশ্বাস।

শ্যামবাজার
বেহালা-শকুন্তলা পার্ক থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলে S45 রুটের বাস। শ্যামবাজার থেকে সেই বাসেই সওয়ার হয়েছিলেন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি ও ক্যামেরাপার্সন। দেখা গেল বাস ফাঁকাই ছুটছে।

বারাকপুর-হাওড়া S32 রুটের বাস চলেছে শ্যামবাজার পর্যন্ত শাটল হয়ে। প্রশ্ন করলে কন্ডাক্টরের জবাব, তাঁকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

হাওড়া
কখনও ট্যাক্সি চালককে ধমক তো কখনও যাত্রীদের বাসে তুলতে কন্ডাক্টরের ভূমিকায় পুলিস কর্মীরা।

হাজরা
হাজরা  মুখ্যমন্ত্রীর খাসতালুক।  আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। যদিও, তার পরও নজরে আসেনি স্বাভাবিক জনজীবনের ছবি। বাস-ট্যাক্সি-অটো হাতে গোনা।

সেক্টর ফাইভ
কর্মব্যস্ত সেক্টর ফাইভে হাজিরা একশো শতাংশ হলেও রাস্তাঘাট ফাঁকা ।

 

.