পুজোর চারদিনই বৃষ্টির সম্ভাবনা, নবমীতে ভাসতে পারে শহর...
Updated By: Sep 25, 2017, 08:56 PM IST
ওয়েব ডেস্ক : কিছুটা স্বস্তি। তবুও আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও, নিম্নচাপ বা ঘূর্নাবর্তের চোখ রাঙানি নেই। তবে, পুজোয় বৃষ্টি থাকছেই। দখিনা বাতাসের প্রভাবে পুজোর চারটে দিনই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানাল আলিপুর আবহাওয়া অফিস।
আরও পড়ুন- পুজোতে বৃষ্টির ভ্রুকুটি, তাই তৃতীয়াতেই মণ্ডপে 'সপ্তমীর' ভিড় কলকাতায়
পূর্বাভাসে বলা হয়েছে, ষষ্ঠী-সপ্তমী-অষ্টমীতে রাজ্যজুড়েই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। বৃষ্টি হবে কলকাতা শহরেও। পুজোর আনন্দ আরও মাটি হতে পারে নবমীর দিন। সেদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রবিবার চুতর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষ। এদিকে, আবহাওয়া দফতরের এই ঘোষণাতে কপালে চিন্তার ভাঁজও পড়েছে পুজো উদ্যোগতাদের।