পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না, কমিশনকে জানাল রাজ্য
কবে এবং কত কোম্পানি বাহিনী পাওয়া যাবে, তা স্পষ্ট করে জানাক রাজ্য।
ওয়েব ডেস্ক: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না। চিঠি দিয়ে একথা নির্বাচন কমিশনকে জানিয়ে দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পুরভোট করা সম্ভব নয়, একথা রাজ্যকে আগেই জানিয়েছিল কমিশন। প্রথমে আপত্তি জানালেও, পরে রাজ্যের তরফে জানানো হয়, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে তাদের আপত্তি নেই। এরপরেই কমিশনে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানতে চায়, কবে এবং কত কোম্পানি বাহিনী পাওয়া যাবে, তা স্পষ্ট করে জানাক রাজ্য।
ইতিমধ্যেই বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে চিঠি দেয় রাজ্য সরকার। আজ কমিশনকে দেওয়া চিঠিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডসহ একাধিক রাজ্যে পাঠাতে হবে বাহিনী।সেকারণে পুরভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়।কেন্দ্র বাহিনী দিতে পারবে না বলেই পুরভোটে বাহিনী দেওয়া সম্ভব নয় বলে কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার।