SSC: সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী

নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরেশ অধিকারী এবং তাঁর কন্যা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হতে চলেছেন মন্ত্রী। 

বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যাতে রাত ৮টার মধ্যে CBI দফতরে হাজিরা দেন মন্ত্রী। সেই নির্দেশের স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ রাজ্যের মন্ত্রী। 

জানা গিয়েছেন, কোচবিহারে মেখলিগঞ্জে এক জনসভায় থাকাকালীন হাইকোর্টের নির্দেশ কথা জানতে পারেন মন্ত্রী পরেশ অধিকারী। সভা শেষে মেখলিগঞ্জ সার্কিট হাউসে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পরেশ। এরপরে জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেসে কলকাতা রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে অঙ্কিতা অধিকারীও। 

আরও পড়ুন: Paresh Pal: ভোট পরবর্তী হিংসা, অভিজিৎ সরকার খুনের ঘটনায় CBI দফতরে হাজিরা Paresh Pal-র

যদিও শিয়ালদহ পৌঁছানোর আগেই ট্রেন থেকে উধাও হয়েজান মন্ত্রী, তাঁর মেয়ে এবং দেহরক্ষিরা। ট্রেনের কর্মীদের দাবি শেষবার তাঁকে দেখেন রাতে বেডরোল দেওয়ার সময়। এরপরে সকালে উঠে ট্রেনের অ্যাটেন্ডান্ট অথবা সামনের আসনে থাকা পরিবার কেউই দেখতে পাননি মন্ত্রী এবং তাঁর কন্যাকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
state minister paresh adhikari will approach the division bench of high court against the order of the single bench regarding him to be present in front of the cbi
News Source: 
Home Title: 

সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী

SSC: সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী
Yes
Is Blog?: 
No