Kolkata: Suvendu-র রক্ষাকবচের বিরোধিতা, আগের রায়কে চ্যালেঞ্চ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

বুধবার শুনানির সম্ভাবনা।  

Updated By: Sep 7, 2021, 02:59 PM IST
Kolkata: Suvendu-র রক্ষাকবচের বিরোধিতা, আগের রায়কে চ্যালেঞ্চ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

নিজস্ব প্রতিবেদন: সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেওয়া রক্ষাকবচের বিরোধিতা করল রাজ্য সরকার। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা ফাইল করল রাজ্য়। বুধবার সেই মামলা শুনানির সম্ভাবনা।   

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে তিনটি মামলায় সোমবার স্থগিতাদেশ দেয় আদালত। প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর-সহ পাশকুঁড়া ও নন্দীগ্রামের মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়। অন্যদিকে মানিকতলা এবং তমলুকের মামলায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। তেমন হলেও আদালতের অনুমতি নিতে হবে বলে জানান বিচারপতি রাজশেখর মানথা।

আরও পড়ুন: WB By-Poll: Mamata-র বিরুদ্ধে প্রার্থী 'শহিদ'-এর পরিজন? জল্পনা BJP-র অন্দরে

আরও পড়ুন: Behala murder case: ফ্ল্য়াটের সিসি ক্যামেরা অকেজো জানত খুনি? ঘনীভূত হচ্ছে রহস্য

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়ে খুশি হয়নি সরকার। তাঁদের বক্তব্য ছিল, এই নির্দেশ মানা যায় না। এতে তদন্ত বাধাপ্রাপ্ত হবে। সেজন্যই মঙ্গলবার হাইকোর্টের ডিভইশন বেঞ্চে গেল সরকার। 

.