মহিলাদের উন্নয়নে জেন্ডার বাজেট সিস্টেম নিয়ে আসছে রাজ্য

Updated By: Jul 20, 2015, 08:17 PM IST
মহিলাদের উন্নয়নে জেন্ডার বাজেট সিস্টেম নিয়ে আসছে রাজ্য

চাকরি, শিক্ষাসহ সবক্ষেত্রেই রাজ্যে পিছিয়ে রয়েছে মেয়েরা। তাঁদের উন্নয়নে এবার তাই জেন্ডার বাজেট সিস্টেম চালু করল রাজ্য সরকার। আপাতত ২১টি দফতরে চালু হচ্ছে এই সিস্টেম। রাজ্যের দাবি, এমন ব্যবস্থা

এদেশে প্রথম।

গত চার বছরে রাজ্যে বড় কোনও বিনিয়োগ হয়নি। বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। বেকারত্ব রাজ্য সরকারের মাথাব্যথার বড় একটা কারণ। মেয়েদের ক্ষেত্রে ছবিটা আরও করুণ। তথ্য বলছে, সরকারি চাকরিতে

মেয়েদের প্রতিনিধিত্ব মাত্র কুড়ি শতাংশ। সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থাতেও চিত্রটা একই। জেন্ডার বাজেট সিস্টেমের মাধ্যমে সেই বৈষম্যই এবার কমাতে চাইছে সরকার।

গুরুত্ব দেওয়া হচ্ছে পঞ্চায়েত, নগরোন্নয়ন, শ্রম দফতর, স্কুল শিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, নারী ও শিশু কল্যাণসহ একুশটি দফতরকে। শুধু চাকরির সুযোগে পিছিয়ে থাকাই নয়। গত চার বছরে নারী নির্যাতনের ঘটনাও

উল্লেখযোগ্যভাবে বেড়েছে রাজ্যে। সালিশি সভায় ধর্ষণের মতো ঘটনা মিটিয়ে ফেলারও একাধিক ঘটনা সামনে এসেছে। প্রকাশ্যে না বললেও, পরিস্থিতি যে উদ্বেগজনক তা বুঝতে পারছে সরকার। সেকারণে, এধরণের

ঘটনা কমানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সচেতনতা বাড়াতে ৩১ জুলাই সমাজের সব ক্ষেত্রের মেয়েদের নিয়ে একটি ওয়ার্কশপ হচ্ছে কলকাতায়। 

.