আলোচনা ছাড়াই গিলোটিনের পথে রাজ্য বাজেট

আগামিকাল এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে রাজ্য বিধানসভা। কোনও আলোচনা ছাড়াই গিলোটিনে পাঠানো হবে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটটি। আর তা পাস করতে আগামিকাল বসছে একদিনের অধিবেশন।

Updated By: Jul 26, 2013, 09:17 PM IST

আগামিকাল এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে রাজ্য বিধানসভা। কোনও আলোচনা ছাড়াই গিলোটিনে পাঠানো হবে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটটি। আর তা পাস করতে আগামিকাল বসছে একদিনের অধিবেশন।
বিধানসভায় আলোচনা নয় গিলোটিনে যাচ্ছে পূর্ণাঙ্গ বাজেট। এভাবেই পাস হবে রাজ্য ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেট।
সাম্প্রতিক অতীতে রাজ্যে এরকম ঘটনা ঘটেছে কি? মনে করতে পারছেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
কিন্তু, কেন এমন অভূতপূর্ব সিদ্ধান্ত? রাজ্যের পরিষদীয় মন্ত্রী বলছেন, দায় রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের।
তবে নিয়ম অনুযায়ী একটি দফতরের বাজেট নিয়ে আলোচনা করতেই হবে সরকারকে। আর কোন সেই দফতর? শাসকদলের প্রস্তাব, আলোচনা হোক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বাজেট নিয়ে। শাসকদল ছাড়া বাম, কংগ্রেস, এসইউসিআই সবারই প্রস্তাব ছিল আলোচনা হোক পঞ্চায়েত অথবা স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে। তবে সর্বদল বৈঠকে শাসকদলের প্রস্তাবেই সীলমোহর দিয়েছেন স্পিকার।

.