‘বাড়াবাড়ি করলে পরিণাম ভুগতে হবে’, KMC অভিযানের আগে পুলিসকে হুঁশিয়ারি Dilip-এর
শান্তিপূর্ণ আন্দোলন হবে, জানালেন রাজ্য় বিজেপি সভাপতি৷
নিজস্ব প্রতিবেদন: “পুলিশ যদি চায় বেশি বাড়াবাড়ি হোক, আইনশৃঙ্খলার অবনতি হোক, তবে তাঁরা অনেক কিছু করতে পারে। তার পরিণাম তাঁদেরকে ভুগতে হবে।“ সোমবার বিজেপির কলকাতা কর্পোরেশন অভিযানের পুলিসি অনুমতি না পাওয়া প্রসঙ্গে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পালটা দাবি, শান্তিপূর্ণ আন্দোলন করবে রাজ্যের বিরোধী দল।
ভুয়ো টিকা কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। তবে অতিমারির কারণে সেই কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা পুলিস। এই প্রসঙ্গে সোমবার দিলীপ ঘোষ বলেন, ‘আন্দোলনের জন্য পুলিশের অনুমতির দরকার নেই। আন্দোলন যাতে ঠিকঠাক ভাবে হয়, সেজন্য পুলিশকে জানান হয়েছে মাত্র। কারণ আন্দোলন যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।‘
আরও পড়ুন: Weather Update: বুধ থেকেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আরও পড়ুন: বাঁকুড়ায় BJP-তে বড় ভাঙন, পদ্মবন ছেড়ে ঘাসফুল শিবিরে ৫২০ পরিবার
সোমবারের কর্মসূচির অনুমতি না দেওয়ায় শাসকদলের সঙ্গে তুলনা টেনে পুলিসকে একহাত নেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেন, ‘তৃণমূলের জন্য কোনও আইন নেই, সংবিধান নেই। কোনও আদালত নেই। কেন্দ্রীয় বাহিনীকে ইট মারা হয়েছিল। কিন্তু কারও নামে এফআইআর করা হয়নি। সেখানে কোনও আইন ভাঙা হয়নি।‘
কসবায় যে ভুয়ো টিকা কাণ্ড ঘটেছে, সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষের তোপ, রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে, তারজন্য সাধারণ মানুষ ভয়ের মধ্যে রয়েছে। টিকা নিয়ে যে ধরণের রাজনীতি, চুরি চলছে মানুষ এতে খুব ক্ষুব্ধ। মানুষের ক্ষোভ, অসন্তোষ তুলে ধরাই বিরোধীদের কাজ।