রাজ্যে বাড়ছে নারী নির্যাতন, জেনে নিন তার তথ্য পরিসংখ্যান

পার্ক সার্কাসের নাজিয়া ফাইজি। উলুবেড়িয়ার মিতা মণ্ডল। কসবায় বিকৃত যৌন লালসার শিকার মহিলা।  প্রত্যেকের জীবনেই একটিই সত্যি। পুরুষশাসিত সমাজের লাঞ্ছনা,বঞ্চনা, অত্যাচারের শিকার এরা সকলেই। গত একমাসে শুধু শহরের দিকে চোখ রাখলেই এমন বেশকয়েকটি মর্মান্তিক ঘটনার নজির হাতের সামনেই মিলবে। এখানেই উঠে আসছে এক আশঙ্কার পরিসংখ্যান। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে -

Updated By: Oct 17, 2016, 07:21 PM IST
রাজ্যে বাড়ছে নারী নির্যাতন, জেনে নিন তার তথ্য পরিসংখ্যান

ওয়েব ডেস্ক: পার্ক সার্কাসের নাজিয়া ফাইজি। উলুবেড়িয়ার মিতা মণ্ডল। কসবায় বিকৃত যৌন লালসার শিকার মহিলা।  প্রত্যেকের জীবনেই একটিই সত্যি। পুরুষশাসিত সমাজের লাঞ্ছনা,বঞ্চনা, অত্যাচারের শিকার এরা সকলেই। গত একমাসে শুধু শহরের দিকে চোখ রাখলেই এমন বেশকয়েকটি মর্মান্তিক ঘটনার নজির হাতের সামনেই মিলবে। এখানেই উঠে আসছে এক আশঙ্কার পরিসংখ্যান। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে -

রাজ্যে বাড়ছে নারী নির্যাতন
---------------
১) শহরে প্রতি ৬ জন পিছু একজন তাদের স্বামীর দ্বারা অত্যাচারিত

২) ২০১৫ সালে দা ম্পত্য লাঞ্ছনার সংখ্যা ৮৭৬

৩) এরমধ্যে ১৫ জনের পরিনতি মৃত্যু

৪) ২০১৫ সালে দেশে দাম্পত্য নির্যাতনের সংখ্যা ২০,১৬৩

৫) কলকাতা পুলিসের তথ্য অনুযায়ী গত ১৫ বছরে দাম্পত্য হিংসা, নারী নির্যাতনের পরিমান বেড়েছে প্রায় প্রায় সাড়ে ১২ শতাংশ

৬) দাম্পত্য লাঞ্ছনার পরিসংখ্যানে শীর্ষে রয়েছে দেশের রাজধানী দিল্লি, দ্বিতীয় স্থানে হায়দ্রাবাদ তৃতীয় স্থানে কলকাতা, মূলত নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যেই দাম্পত্য হিংসার আধিক্য বেশি

৭) ২০১৫ সালে শহরে পুলিসের খাতায় 498 A অভিযোগের সংখ্যা  ২০১৬৯

৮) পণপ্রথার বলিতেও দেশের প্রথম সারিতে নাম আছে পশ্চিমবঙ্গের

অভিযোগ রয়েছে পুলিসি নিষ্ক্রিয়তারও। পুলিসের কাছে অভিযোগ নিয়ে গেলেও ক্ষেত্রেই তা নেওয়া হয়না। অধিকাংশ ক্ষেত্রেই এমন অভিযোগ শোনা যায়  নিগৃহীতা বা তার পরিবার, পরিজনের।

আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে

.