রাজ্যপালের আক্ষেপ রাজনীতিকদের মানের অবনতি হচ্ছে

রাজ্যপালের আক্ষেপ রাজনীতিকদের মানের অবনতি হচ্ছে।  রাজনীতিবিদদের মুখে ভাষা যে ভাবে শালীনতার সীমা ছাড়াচ্ছে তারও  নিন্দা করেন রাজ্যপাল।

Updated By: Jul 16, 2015, 08:51 AM IST
রাজ্যপালের আক্ষেপ রাজনীতিকদের মানের অবনতি হচ্ছে

ওয়েব ডেস্ক: রাজ্যপালের আক্ষেপ রাজনীতিকদের মানের অবনতি হচ্ছে।  রাজনীতিবিদদের মুখে ভাষা যে ভাবে শালীনতার সীমা ছাড়াচ্ছে তারও  নিন্দা করেন রাজ্যপাল।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে EZCC-তে একটি অনুষ্ঠানে বুধবার যোগ দেন রাজ্যপাল। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী। নেতাজি অন্তর্ধান রহস্যের মতো তদন্ত হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুরও। এ দিনের অনুষ্ঠান থেকে সে দাবি তোলেন রাজ্যপাল।

বদলাচ্ছে এ রাজ্যের জনবিন্যাস। অসম বা মেঘালয়ের পরিস্থিতি হতে পারে এ রাজ্যেও। আশঙ্কা রাজ্যপাল কেরশীনাথ ত্রিপাঠীর।

পনেরো বছর পর কী অবস্থা হবে এ রাজ্যের?  রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মতে,  বদল হচ্ছে এ রাজ্যের জন বিন্যাসের। রাজ্যপালের উদ্বেগ পরিস্থিতি যে পথে এগচ্ছে তাতে অসমের মতো অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গেরও

.