রোজভ্যালিকাণ্ডে নথিবদ্ধ উত্তর জমা দিল সেন্ট জেভিয়ার্স

রোজভ্যালিকাণ্ডে নথিবদ্ধ উত্তর জমা দিল সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ। CBI-এর দাবি, গৌতম কুণ্ডুর ছেলেকে ভর্তি করতে ৭১ লক্ষ টাকা অনুদান দেওয়ার হয়েছিল। ভর্তির ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যার প্রভাব ছিল, এমনটাও অনুমান গোয়েন্দাদের।

Updated By: Jan 12, 2017, 04:55 PM IST
রোজভ্যালিকাণ্ডে নথিবদ্ধ উত্তর জমা দিল সেন্ট জেভিয়ার্স

ওয়েব ডেস্ক : রোজভ্যালিকাণ্ডে নথিবদ্ধ উত্তর জমা দিল সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ। CBI-এর দাবি, গৌতম কুণ্ডুর ছেলেকে ভর্তি করতে ৭১ লক্ষ টাকা অনুদান দেওয়ার হয়েছিল। ভর্তির ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যার প্রভাব ছিল, এমনটাও অনুমান গোয়েন্দাদের।

সেই অনুমান করেই জেভিয়ার্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে CBI। গতকাল সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় লিখিত উত্তর চায় CBI। আজ সেই নথিবদ্ধ উত্তর জমা দিল সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ।

আরও পড়ুন, সেন্ট জেভিয়ার্সে কোটি টাকা অনুদানের আড়ালে কি বিদেশে টাকা পাচারের ছক?

সারদা, রোজভ্যালির পর এবার নারদ তদন্তেও কি CBI?

.