২০১৯ সালে চিকিত্সা পরিষেবায় বাকি হাসপাতালদের পিছনে ফেলেছে SSKM

২০১৯ সালে রাজ্যের কোন মেডিক্যাল কলেজ, কোন হাসপাতাল কত সংখ্যক রোগীকে আউটডোর পরিষেবা দিয়েছে, কতজন ভর্তি, তার পরিসংখ্যান জমা পড়েছে স্বাস্থ্যভবনে।

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Jan 13, 2020, 11:05 PM IST
২০১৯ সালে চিকিত্সা পরিষেবায় বাকি হাসপাতালদের পিছনে ফেলেছে SSKM

নিজস্ব প্রতিবেদন: এসএসকেএম হাসপাতালে রেকর্ড রোগীর ভিড়। গত ১ বছরে চিকিত্‍সা পরিষেবা পেয়েছেন ৩০ লক্ষ মানুষ। ২০১৯ সালে এ রাজ্যে কোন মেডিক্যাল কলেজ, কোন হাসপাতাল, কত সংখ্যক রোগীকে আউটডোর পরিষেবা দিয়েছে, কতজন ভর্তি, তার পরিসংখ্যান জমা পড়েছে স্বাস্থ্যভবনে।  সেই রিপোর্টে দেখা যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে শীর্ষে SSKM। 

জটিল অস্ত্রোপচারে বাঁচল পা, শ্বাসনালিতে লোহার বল, বাঁচাল পিজি, সূচ বার করতে অস্ত্রোপচার, ছ’ইঞ্চি পেট কেটে বের হল সাতটি সূচ- সম্বত্সর সংবাদমাধ্যমে একের পর এক শিরোনাম। রাজ্যের সরকারি চিকিত্‍সা পরিষেবার ক্ষেত্রে এসএসকেএম-ই যেন শেষ ঠিকানা। গত ১ বছরে এসএসকেএম হাসপাতালে চিকিত্‍সা পরিষেবা নিয়েছেন ৩০ লক্ষ মানুষ ! এমনই চমকে দেওয়া তথ্য জমা পড়েছে স্বাস্থ্যভবনে। 

২০১৯ সালে রাজ্যের কোন মেডিক্যাল কলেজ, কোন হাসপাতাল কত সংখ্যক রোগীকে আউটডোর পরিষেবা দিয়েছে, কতজন ভর্তি, তার পরিসংখ্যান জমা পড়েছে স্বাস্থ্যভবনে। সেখানে দেখা যাচ্ছে এসএসকেএম শীর্ষেই শুধু নয়, অন্যদের থেকে কয়েক যোজন এগিয়ে। 

২০১৭-র তুলনায়  ২০ শতাংশ রোগী বেশি এসেছেন ২০১৮তে। 

২০১৮র তুলনায় ২০১৯ সালে রোগী আসার পরিমাণ বেড়েছে ২২ শতাংশ। 

২০১৮তে জরুরি বিভাগে রোগী এসেছেন ২ লক্ষ ৩৪ হাজার ২০০ জন। 

আউটডোরে  রোগী এসেছেন ২২ লক্ষ ৩৪ হাজার ২৭৩ জন।

হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৪০১ জন। যেখানে ২০১৯ সালে সেই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে চড়েছে। ২০১৯ আউটডোর এ রোগী এসেছেন  ২৭ লক্ষ ২ হাজার  ৮৩ জন। জরুরি বিভাগে এসেছেন ২ লক্ষ ৫২ হাজার ১৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৭৯ জন। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সাল। পর পর ৩ বছরে ইনডোর আউটডোর রোগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে। গোটা দেশে উদাহরণ তৈরি করেছে এসএসকেএম।

আরও পড়ুন- জোড়া বিলের ব্যাখ্যা চেয়ে মমতাকে চিঠি রাজ্যপালের, ধনখড়ের পাশে বাম-কংগ্রেস

.