SSC Scam: এবার সিজিও কমপ্লেক্সে 'কালিঘাটের কাকু', মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রকে তলব ইডি-র
২০ মে সুজয় কৃষ্ণর বাড়ি সহ তাঁর একাধিক ঘনিষ্ঠ লোকের মোট ১৬টি ঠিকানায় ম্যারাথন অভিযান চালিয়েছিল ইডি। তাঁর বাড়িতে তল্লাশি চলেছিল প্রায় সাড়ে ১৫ ঘণ্টা। ইডি-র দাবি, তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। সূত্রের খবর, এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, তা জানতে চাওয়া হবে।
অয়ন ঘোষাল: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে তলব করেছে ইডি। ইডি সূত্র অনুযায়ী জানা গিয়েছে আনুমানিক সকাল ১১ টা নাগাদ তার সিজিও কমপ্লেক্স যাওয়ার কথা। এর আগে তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে।
আরও পড়ুন: Kolkata Fire: বিনা অনুমতিতে চরিত্র বদল গুদামের, আগুন নেভাতে হিমশিম দমকলের
গত এক সপ্তাহ ধরে ওই সমস্ত কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, সেই সব বয়ান সামনে রেখেই মঙ্গলবার সুজয় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি-র দাবি, তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। সূত্রের খবর, এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, তা জানতে চাওয়া হবে।
২০ মে সুজয় কৃষ্ণর বাড়ি সহ তাঁর একাধিক ঘনিষ্ঠ লোকের মোট ১৬টি ঠিকানায় ম্যারাথন অভিযান চালিয়েছিল ইডি। তাঁর বাড়িতে তল্লাশি চলেছিল প্রায় সাড়ে ১৫ ঘণ্টা।
আরও পড়ুন: Dilip Ghosh: 'বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে হাত জ্বলে যাবে', হুঁশিয়ারি দিলীপের
দুর্নীতির তদন্ত করতে গিয়ে ‘কালীঘাটের কাকু’ হিসেবেই তাঁর নাম প্রথম আসে তদন্তকারীদের সামনে। এই নাম প্রথম শোনা গিয়েছিল হুগলির যুব নেতা কুন্তল ঘোষের মুখে।
এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) এবার একসঙ্গে ছয় জায়গায় হানা দেয় সিবিআই (CBI)। বৃহস্পতিবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক বা অফিসার অন স্পেশাল ডিউটি সুকান্ত আচার্যর নিউ বারাকপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। এর আগে এই মামলায় তাঁকে আটক করেছিল ইডি।