SSC Scam: আবর্জনার স্তুপে নয় সংখ্যার তালিকা, রহস্যের কেন্দ্রে হৈমন্তির বাড়ি

সম্প্রতি কুন্তল ঘোষ আরও দাবি করেছেন যে হৈমন্তি গঙ্গোপাধ্যায় নিজেও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশপাশি তিনি আরও বলেন যে প্রচুর টাকা তাঁর কাছে গচ্ছিত রয়েছে। যে কাগজ উদ্ধার হয়েছে সেখান থেকে প্রশ্ন উঠেছে যে এই নথি কী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত? যাদেরকে বেআইনিভাবে বিয়োগ করা হয়েছে এটা কী তাঁদেরই নথি?      

Updated By: Feb 25, 2023, 02:24 PM IST
SSC Scam: আবর্জনার স্তুপে নয় সংখ্যার তালিকা, রহস্যের কেন্দ্রে হৈমন্তির বাড়ি

পিয়ালি মিত্র: নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। এবার হৈমন্তি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সিঁড়ি থেকে মিলল নতুন কাগজ। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটের সিঁড়িতে মিলল বেশ কিছু সিরিয়াল নম্বর লেখা কাগজ। যে সংখ্যাগুলি লেখা রয়েছে, সেগুলি প্রত্যেকটাই ৯ সংখ্যার। যা থেকে ওই কাগজগুলি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নয় সংখ্যার রোল নম্বর ব্যবহার করা হয়। কুন্তল ঘোষের বলা রহস্যময় নারী হৈমন্তি গঙ্গোপাধ্যায়। বেহালার রাম মোহন রায় রোডে তাঁর ফ্ল্যাট। এই ফ্ল্যাটে এখনও পর্যন্ত তালা লাগানো রয়েছে। এলাকার বাসিন্দারা আগেই জানিয়েছেন যে কিছুদিন আগে পর্যন্ত তিনি এই বাড়িতেই ছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরেই তাঁকে দেখা যাচ্ছেনা বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: SSC Scam: অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির, ২ মার্চ হাজিরার নির্দেশ

হৈমন্তির ফ্ল্যাটের সামনে থেকে ছাদে যাওয়ার রাস্তায় বেশ কিছু কাগজ পাওয়া যায়। অন্যান্য ফ্ল্যটের বাসিন্দারা জানিয়েছেন যে এই আবর্জনা সবই হৈমন্তি গঙ্গোপাধ্যায়ের ফেলা। এই আবর্জনার স্তুপের মধ্যেই পাওয়া যায় একই কাগজ যাকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। এই কাগজে পাঁচ সংখ্যার সিরিয়াল নম্বরের পাশাপাশি নয় সংখ্যার রোল নম্বর রয়েছে। একে কেন্দ্র করেই দানা বেঁধেছে রহস্য। এর কারণ একাদিকবার কুতল ঘোষ দাবি করেছেন গোপাল দলপতি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: Trinamool Congress: চলবে 'দিদির সুরক্ষা কবচ', পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নতুন সিদ্ধান্ত তৃণমূলের

সম্প্রতি কুন্তল ঘোষ আরও দাবি করেছেন যে হৈমন্তি গঙ্গোপাধ্যায় নিজেও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশপাশি তিনি আরও বলেন যে প্রচুর টাকা তাঁর কাছে গচ্ছিত রয়েছে। যে কাগজ উদ্ধার হয়েছে সেখান থেকে প্রশ্ন উঠেছে যে এই নথি কী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত? যাদেরকে বেআইনিভাবে বিয়োগ করা হয়েছে এটা কী তাঁদেরই নথি?      

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

 

.