অনশনের জেরে অসুস্থ আরও এক এসএসসিতে সফল পরীক্ষার্থী, টনক নড়েনি সরকারের

একটানা অনশনের জেরে অসুস্থ হয়ে পড়লেন আরও একজন সফল পরীক্ষার্থী। দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি ভবনের সামনে টানা পনেরো দিন রিলে অনশন চালিয়ে যাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই অসুস্থ হয়েছেন চল্লিশজন। তবেএখনও টনক নড়েনি সরকারের।

Updated By: Feb 20, 2014, 11:37 PM IST

একটানা অনশনের জেরে অসুস্থ হয়ে পড়লেন আরও একজন সফল পরীক্ষার্থী। দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি ভবনের সামনে টানা পনেরো দিন রিলে অনশন চালিয়ে যাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই অসুস্থ হয়েছেন চল্লিশজন। তবেএখনও টনক নড়েনি সরকারের।

প্যানেলভুক্ত হওয়া সত্ত্বেও এখনও নিয়োগপত্র পাননি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করা হাজার হাজার সফল পরীক্ষার্থী। প্রতিবাদে এমাসের পাঁচ তারিখ থেকে রিলে অনশনে বসেছেন তাঁরা। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন প্রায় চল্লিশজন। বেশকয়েকজন ভর্তি রয়েছেন হাসপাতালে। যদিও এসএসসি কর্তৃপক্ষের যুক্তি, নির্দিষ্ট নিয়ম মেনেই সফল পরীক্ষার্থীদের নিয়োগ করা হচ্ছে।

কিন্তু সে দাবি মানতে রাজি নন সফল পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, চূড়ান্ত মেধা তালিকাতেও অস্বচ্ছতা রয়েছে। প্রতিবাদ চালিয়ে যেতে ছাত্র সংগ্রাম ঐক্য মঞ্চ গড়ে তুলেছেন চাকরী প্রার্থীরা। বৃহস্পতিবার সেই মঞ্চে হাজির হন শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এই পরিস্থিতিতে দ্রুত সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা।

Tags:
.