Abhijit Sarkar: প্রয়াত ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়েছিলেন আচমকাই। হাসপাতালে ভর্তি করে শেষরক্ষা হল না। চলে গেলেন ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার, মাত্র ৪৫-য়েই!  শোকের ছায়া ময়দানে।

ময়দানে সবার অত্যন্ত প্রিয় ছিলেন। সাংবাদিক জীবন শুরু ‘জনমন জনমত’ নামে এক সাপ্তাহিক কাগজে। তারপর দৈনিক ‘প্রাত্যহিক সংবাদ’-এ যোগ দেন অভিজিৎ। আইএফএ-র পত্রিকা ‘কিক অফ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন কিছুদিন। সেখান থেকে ‘খবরের কাগজ’ হয়ে ‘গণশক্তি, বাকিটা 'বর্তমান'-এ। ফুটবলার সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল অভিজিতের। সব শেষ হয়ে গেল এদিন রাতে। রেখে গেলেন স্ত্রী, মেয়ে এবং বাবা-মাকে।

আরও পড়ুন: Cow Hug Day: লোক ছুটে আসছে; হয়তো নার্ভাস গোরুর দুধ কেটে ছানা হয়ে গেল, গোরু আলিঙ্গন দিবস নিয়ে বিস্ফোরক চন্দ্রিল

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সদস্য ছিলেন অভিজিৎ। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Sports journalist Abhijit Sarkar passes away
News Source: 
Home Title: 

প্রয়াত ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার

 

Abhijit Sarkar: প্রয়াত ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার
Yes
Is Blog?: 
No