Sisir ও Sunil-র অবস্থান জানতে পাঠানো হচ্ছে নোটিস, জানালেন লোকসভার অধ্যক্ষ

সুনীল মণ্ডল (Sunil Mondal) ও শিশির অধিকারীর (Sisir Adhikari) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ চেয়ে স্পিকারকে (Om Birla)  দুটি দিয়েছেন লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Jun 18, 2021, 08:41 PM IST
Sisir ও Sunil-র অবস্থান জানতে পাঠানো হচ্ছে নোটিস, জানালেন লোকসভার অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদন: শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে আবেদন করেছে তৃণমূল। দলত্যাগ বিরোধী আইনে কি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? শুক্রবার ওম বিড়লা জানান, শিশির অধিকারী (Sisir Adhikari) ও সুনীল মণ্ডলকে (Sunil Mondal) নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হবে। 

সুনীল মণ্ডল (Sunil Mondal) ও শিশির অধিকারীর (Sisir Adhikari) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ চেয়ে স্পিকারকে (Om Birla) দুটি চিঠি দিয়েছেন লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফোনও করেন তিনি। সুদীপ জানান,'একটি কমিটি গড়ার ভাবনা রয়েছে স্পিকারের। উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ অভিযোগ দিলে বিষয়টি বিবেচনা করবেন। তখন দুই সাংসদ ও আমাকে ডাকবেন।' এ দিন ওম বিড়লা (Om Birla) বলেন,''দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে লিখেছেন, তাঁদের অবস্থান জানতে নোটিস পাঠানো হচ্ছে। দুই সাংসদের জবাব পাঠানো হবে কমিটিতে। এটা একটা আইনি প্রক্রিয়া। ওই কমিটি খতিয়ে দেখে রিপোর্ট পাঠাবে। তাদের সুপারিশের ভিত্তিতে আমি ব্যবস্থা নেব।'' 

পদ্মপতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শিশিরের ক্ষেত্রে তা হয়নি। তবে ২১ মার্চ এগরায় অমিত শাহের সভামঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। ২৪ মার্চ কাঁথিতে নরেন্দ্র মোদীর সভাতেও ছিলেন তিনি। দিন কয়েক আগে শিশির ও সুনীল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান,''তাঁরা কোনও দলে যোগদান বলে আমার জানা নেই। আমাদের দলে যোগ দিয়েছেন, আমাদের মঞ্চে ভাষণ দিয়েছেন, এমনটা জানা নেই। কারও কাছে তথ্যপ্রমাণ থাকলে উপযুক্ত জায়গায় জানান।''

আরও পড়ুন- গোড়াতে ভোট-হিংসার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য, চুপ করে বসে থাকতে পারে না: হাইকোর্ট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

     

.