Calcutta High Court: হাইকোর্টে কলকাতার পুলিস কমিশনার, কেন?
গত মার্চ অবসর নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এখন টিএস শিবজ্ঞান।
অর্ণবাংশু নিয়োগী: হাইকোর্টে কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। কেন? হাইকোর্টের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। বৈঠক হল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গেও।
কার্যকালের মেয়াদ দেড় বছর। গত মার্চ অবসর নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এখন টিএস শিবজ্ঞান। এদিন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কলকাতা পুলিস কমিশনার। তার আগে বৈঠক করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে।
সূত্রের খবর, অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে পুলিস কমিশনারের বৈঠকে হাইকোর্টের নিরাপত্তা ও পার্কিং সমস্যা নিয়ে আলোচনা হয়। হাইকোর্ট চত্বরে গাড়ি রাখতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয় আইনজীবী, এমনকী বিচারপতিদেরও। এদিন আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেন, পার্কি সমস্যা সমাধানের চেষ্টা চলছে।