নবমীর দিন উত্সবের রঙে ঝলমলিয়ে ওঠে শোভাবাজার

Updated By: Sep 29, 2017, 10:07 AM IST
নবমীর দিন উত্সবের রঙে ঝলমলিয়ে ওঠে শোভাবাজার

ওয়েব ডেস্ক: শোভাবাজার রাজবাড়ি । যার প্রতিটি থাম, চবুতরে কান পাতলে শোনা যায় ইতিহাসের ফিসফিস। পুজোর কদিন সেই রাজবাড়িই যেন জেগে ওঠে তার নিজস্ব কলরবে। অন্যান্য দিনগুলির পাশাপাশি নবমীর দিন তো উত্সবের রঙে ঝলমলিয়ে ওঠে শোভাবাজার রাজবাড়ি ।

এক নজরে দেখে নিন নদিয়ার নজরকাড়া কয়েকটি পুজো

নিয়মনীতির কড়া নিগড়ে বাঁধা পুজোর আঙিনায় সাধারণের আনাগোণা লেগেই থাকে। এই শরতেই যেন বসন্তের দখিনা বাতাস বয়। নবমীর সকালে মহাস্নান দিয়ে শুরু হয় শোভাবাজার রাজবাড়ির পুজোর উপাচার । তারপর একে একে মহাপুজো, হোম ও সাত বলিদান দেওয়া হয়। বলি দেওয়া হয় মাছও। পুজো শেষে হয় আরতি ।

আজ নবমী, প্রাণের উত্সবে মাতোয়ারা গোটা রাজ্য

.