আশঙ্কাজনক সৌরভের দাদা স্নেহাশিস, আতঙ্কের মেঘ গঙ্গোপাধ্যায় পরিবারে

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্লেটলেট অনেকটাই কমে গিয়েছে। বাইরে থেকে প্লেটলেট দেওয়া হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে লিভারেও। 

Updated By: Nov 27, 2017, 05:11 PM IST
আশঙ্কাজনক সৌরভের দাদা স্নেহাশিস, আতঙ্কের মেঘ গঙ্গোপাধ্যায় পরিবারে

নিজস্ব প্রতিনিধি:  সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিনি দক্ষিণ কলকাতার নার্সিংহোমে চিকিত্সাধীন। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

আরও পড়ুন: সৌরভের বাড়িতে পুর প্রতিনিধিদল, মিলল ডেঙ্গির লার্ভা

হাসপাতাল সূত্রে খবর, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্লেটলেট অনেকটাই কমে গিয়েছে। বাইরে থেকে প্লেটলেট দেওয়া হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে লিভারেও। তাঁকে সুস্থ করে তোলার সবরকম চেষ্টা চলছে।

বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত স্নেহাশিস। গত বুধবার সকালে জ্বর হঠাত্ই বেড়ে যাওয়ায় নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। মাঝে কিছুদিন অবস্থার উন্নতি হলেও, সোমবার সকাল থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে স্নেহাশিসের।

আরও পড়ুন: 'খরুচে স্ত্রী', ডিভোর্স চান কলকাতার মহানাগরিক!

প্রসঙ্গত, ২৩ নভেম্বরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান পুরসভার প্রতিনিধিরা। সেখানে এডিস মশার লার্ভা মিলেছে বলেও দাবি পুরসভার। এবিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নোটিসও পাঠানো হয়েছে। 

.