মিত্র ইন্সটিটিউশন থেকে সরে দাঁড়ালেন সোমনাথ চট্টোপাধ্যায়

ভবানীপুর মিত্র ইন্সটিটউশনের পরিচালন সমিতির সভাপতির পদ ছাড়লেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সোমনাথবাবু তাঁর পদত্যাগপত্র স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত।

Updated By: Jan 11, 2012, 03:13 PM IST

ভবানীপুর মিত্র ইন্সটিটউশনের পরিচালন সমিতির সভাপতির পদ ছাড়লেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সোমনাথবাবু তাঁর পদত্যাগপত্র স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত। যদিও সোমনাথবাবুর দাবি, শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত। অভিযোগ বেশ কিছুদিন ধরেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য চলছিল সোমনাথবাবুর। কিছুদিন আগে পার্ট টাইম শিক্ষকদের সার্টিফিকেট দেওয়া নিয়ে সেই বিবাদ চরমে ওঠে। তারপরই মঙ্গলবার স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান তিনি। সোমনাথবুব নিজে অবশ্য এবিষয়ে কিছুই বলতে চাননি। তাঁর দাবি, শারীরিক  অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সোমনাথ চট্টোপাধ্যায়ের মত প্রবীন রাজনীতিবিদের এভাবে মুখ্যমন্ত্রীর পাড়ার স্কুল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যথেষ্ট তাত্পর্যপুর্ণ। কিসের জোরে স্কুল কর্তৃপক্ষ বারেবারে তাঁর নির্দেশ, সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

.