``টেট পরীক্ষায় দুর্নীতিতে জড়িত তৃণমূলেরই সাংসদ-বিধায়কদের একাংশ``, তোপ সোমেন মিত্রর, দাবি সিবিআই তদন্তের
দলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সোমেন মিত্র। এবার ইস্যু টেট পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি। অবিলম্বে সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। সোমেন মিত্রের অভিযোগ, টেট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে তৃণমূলেরই সাংসদ এবং বিধায়কদের একাংশ জড়িত।
দলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সোমেন মিত্র। এবার ইস্যু টেট পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি। অবিলম্বে সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। সোমেন মিত্রের অভিযোগ, টেট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে তৃণমূলেরই সাংসদ এবং বিধায়কদের একাংশ জড়িত।
২০১২ সালের ৩১ শে মার্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০ লক্ষ। শূন্যপদ মাত্র ৩৫ হাজার। পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে তুলকালাম।
শেষপর্যন্ত পরীক্ষাকেন্দ্রে পৌছতেই পারলেন না অর্ধেক পরীক্ষার্থীই। কোথাও আবার পরীক্ষা চলল নির্দিষ্ট সময়ের অনেক পরেও।
প্রায় এক বছর পর প্রকাশিত হয় ফলাফল। সফল পরীক্ষার্থীর সংখ্যা মাত্র এক দশমিক সাত শতাংশ। বাকিরা সকলে ফেল। তার মানে এখনও অসংখ্য পদ খালিই পড়ে আছে।
তৃণমূল কংগ্রেস সাংসদ সোমেন মিত্রের অভিযোগ করলেন, গোটা পরীক্ষাতেই নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সিবিআই তদন্ত চাই।
সোমবার এই অভিযোগ জানিয়ে সোমেন মিত্র চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে। তাঁর অভিযোগের মূল নির্যাস, গোটা পরীক্ষাটাই দুর্নীতিতে ভরা। কোথাও কোনও স্বচ্ছতা নেই।
তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সাংসদদের একাংশের নির্দেশে তৈরি হচ্ছে তালিকা। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন বা এনসিটিই-র কোনও গাইডলাইন মানা হয়নি।
সোমেন মিত্রের এই অভিযোগ নিয়ে তৃণমূল শিবির এখনও নীরব। তবে টেট পরীক্ষা নিয়ে যে দুর্নীতির অভিযোগ বারবার উঠছে তাতে সোমেন মিত্রের সিবিআই তদন্তের দাবি যে অন্য মাত্রা যোগ করল তাতে সন্দেহ নেই।
ইতিমধ্যে সাংসদ পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন সোমেন মিত্র। তবে দল ছাড়ার আগে তাঁর ঝুলি থেকে আর কী কী তিনি বের করেন, তা নিয়েই জল্পনা তুঙ্গে।