বিনিয়োগকারীদের উত্‍সাহ দিতে ইকুইটি ফান্ড গড়ছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর

Updated By: Dec 16, 2014, 11:58 PM IST

বড় শিল্পে ভাটা, তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পেই জোর দিতে চায় রাজ্য সরকার। বিনিয়োগকারীদের উত্সাহ দিতে এবার ইকুইটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নিল রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর। নতুন শিল্প করতে চাইলে এই ফান্ড থেকে মূলধনী শেয়ার নিতে পারবেন বিনিয়োগকারীরা। আগামী মাসের শুরুতেই বিশ্ববঙ্গ সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। বিনিয়োগকারীদের টানতে এই সম্মেলনে একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব রাজীব সিনহা জানিয়েছেন

"গত ২-৩ বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ব্যাপক সাড়া মিলেছে। বাড়তি উত্সাহ দিতেই এই ইকুইটি ফান্ড'। একজন ফান্ড ম্যানেজার নিয়োগ করা হবে। থাকবেন পরামর্শদাতারাও। যাঁরা বিনিয়োগের প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সবদিক খতিয়ে দেখবেন। পাশাপাশি, পরবর্তী সময়ে বিপণন ও আর্থিক ফায়দা সুনিশ্চিত করতেও তাঁরা পরামর্শ দেবেন। কেউ ব্যবসার সম্প্রসারণ চাইলেও শেয়ার দিয়ে সহায়তা করা হবে। ইকুইটি ফান্ড গড়তে SBI ক্যাপিটাল, বা UTI-এর মতো অভিজ্ঞ মূলধনী সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। প্রাথমিকভাবে একশো কোটি টাকার ইকুইটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

.