নতুন শুরুর শপথে নিয়ে বছর শুরু। শুভ নববর্ষ
আজ বাংলা নববর্ষ। বিদায় ১৪২০। স্বাগত ১৪২১। জীর্ণ সবকিছুকে সরিয়ে নতুনকে বরণ করে নেওয়ার পালা। আজকের সকালটা বাঙালির কাছে একেবারে অন্যরকম। নতুন করে সব কিছু শুরু করার একটা দিন। বাঙালির কাছে আজকের দিনটা শুধু কেলেন্ডারের পাতা ওল্টানোর জন্য নয়।
আজ বাংলা নববর্ষ। বিদায় ১৪২০। স্বাগত ১৪২১। জীর্ণ সবকিছুকে সরিয়ে নতুনকে বরণ করে নেওয়ার পালা। আজকের সকালটা বাঙালির কাছে একেবারে অন্যরকম। নতুন করে সব কিছু শুরু করার একটা দিন। বাঙালির কাছে আজকের দিনটা শুধু কেলেন্ডারের পাতা ওল্টানোর জন্য নয়।
সকাল থেকেই দক্ষিণেশ্বর, কালীঘাট সহ বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় করেছেন মানুষ। বেলা বাড়তেই দোকানে দোকানে শুরু হল হালখাতার উদ্বোধন। চলছে মিষ্টি মুখের পালা। শার্ট-প্যান্টের বদলে পাঞ্জাবি পরা মানুষের সংখ্যাই বেশি নজরে পড়ছে। ভোটের উত্তাপের মাঝে বাঙালির আজ সত্যিকারের বাঙালি হওয়ার দিন। বিশ্বায়নের ঢেউকে উল্টো পিঠে নিয়ে বাঙালি হওয়ার স্রোতে ভেসে যাওয়ার দিন।
ময়দানেও নতুন বছরে চলছে বারপুজোর পালা।
এদিকে, ওপার বাংলায় একদিন আগেই এসে গেছিল পয়লা বৈশাখ। বর্ণময় উত্সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল ঢাকা। প্রতিবারের মতো এবারেও শোভাযাত্রার আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্ররা।
শুধু ছাত্ররাই নন উত্সবে যোগ দিয়েছিলেন কয়েক হাজার সাধারণ মানুষ। লক্ষ্মী পেঁচাকে গ্রাম বাংলায় সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। সেই ঐতিহ্যকে মনে রেখেই নতুন বছরের শোভাযাত্রার থিম ছিল লক্ষ্মী পেঁচা। এছাড়াও শোভাযাত্রায় ছিল বাঘ, মাছ, মা ওশিশু, চিংড়ি মাছ মুখে বিড়াল, বাংলার এমনই সব চেনা ছবির প্রতিকৃতি। শোভাযাত্রার পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় চলে নানা অনুষ্ঠান।