তরুণীকে অপহরণের চেষ্টা হরিদেবপুরে, স্থানীয়দের চেষ্টায় পাকড়াও শাটল গাড়ির চালক
রাতের বেলা গাড়ি থেকে এক তরুণী চিত্কার করছে দেখে স্থানীয় লোকজন ১০০ নম্বরে ডায়াল করেন
নিজস্ব প্রতিবেদন: রাতের কলকাতায় মহিলারা কি ক্রমশ নিরাপত্তাহীন হয়ে পড়ছেন? প্রশ্ন তুলে দিল রবিবার রাতে হরিদেবপুরের ঘটনা। শাটল গাড়িতে ওঠা এক মহিলাকে অপহরণের চেষ্টা অভিযোগ উঠল হরিদেবপুরে। স্থানীয় কিছু যুবক ও পুলিসের চেষ্টার উদ্ধার হলেন ওই তরুণী।
আরও পড়ুন-নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত অসম, সোমবার রাজ্যজুড়ে কালাদিবস পালন ৩০ সংগঠনের
এদিন রাতে কাজ শেষে প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি মল থেকে একটি শাটল গাড়িতে উঠেছিলেন বছর বত্রিশের এক তরুণী। যাচ্ছিলেন কবরডাঙ্গা। গাড়িতে ছিলেন আরও অনেক। গাড়িটি অন্যান্যদের নামিয়ে দেওয়া সেটি ক্রমশ ফাঁকা হয়ে য়ায় সেটি। রাত পৌনে দশটা নাগাদ গাড়িটি কেওড়াপুকুর বাজারের কাছাকাছি এলে শাটলের চালক তরুণীর সঙ্গে অভ্যব আচরণ শুরু করেন বলে অভিযোগ।
ক্রমশ অশালীন আচরণে উত্তক্ত ওই তরুণী গাড়ি থামাতে বললেও গাড়ি চালক তা করেননি। কোনও উপায় না দেখে গাড়িটি যখন হরিদেবপুরের কবরডাঙ্গায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে এসেছে সেসময় গাড়ি জানালা খুলে গলা বাড়িয়ে হেল্প, হেল্প বলে চিত্কার করতে থাকেন।
আরও পড়ুন-ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও যোগ করতে হবে আধার, নতুন আইন আনছে কেন্দ্র
রাতের বেলা গাড়ি থেকে এক তরুণী চিত্কার করছে দেখে স্থানীয় লোকজন ১০০ নম্বরে ডায়াল করেন। কয়েকজন যুবক লাল রঙের টাটা সুমো গাড়িটিকে ধাওয়াও করেন। ওয়ারলেসের মাধ্যম প্রতিটি সিগন্যালকে অ্যালার্ট করে পুলিসও। শেষপর্যন্ত ধরে ফেলা হয় গাড়িটিকে। গ্রেফতার করা হয় গাড়ির চালক কানাই দাসকে।