মুন্নার ১৪, কাউয়ের ৩০ দিনের জেল হেফাজত
গার্ডেনরিচ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মহম্মদ ইকবাল ওরফে মুন্নার এপ্রিল জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। তেসরা এপ্রিল গার্ডেনরিচ কাণ্ডে অভিযুক্ত মহম্মদ ইকবাল অরফে মুন্নাকে ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। আগামিকাল কলকাতা পুরসভার পনেরো নম্বর বরোর চেয়ারম্যান পদে নির্বাচন। সে কারণেই প্রথমে মুন্নার প্যারোলের আবেদন করা হয় আইনজীবীর তরফে।পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়।
গার্ডেনরিচ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মহম্মদ ইকবাল ওরফে মুন্নার এপ্রিল জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। তেসরা এপ্রিল গার্ডেনরিচ কাণ্ডে অভিযুক্ত মহম্মদ ইকবাল অরফে মুন্নাকে ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত। আগামিকাল কলকাতা পুরসভার পনেরো নম্বর বরোর চেয়ারম্যান পদে নির্বাচন। সে কারণেই প্রথমে মুন্নার প্যারোলের আবেদন করা হয় আইনজীবীর তরফে।পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়।
মাঠপুকুর কাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউকে ৩০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। এর আগে মাঠপুকুরে তৃণমূল নেতা অধীর মাইতি খুনে অভিযুক্ত, তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের ১৭ এপ্রিল পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। শম্ভুনাথ কাউয়ের মুক্তির দাবিতে কয়েকশো তৃণমূল সমর্থক আজ আদালত চত্বরে বিক্ষোভ দেখান। উল্টোদিকে, তাঁর ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান নিহত নেতা অধীর মাইতির সমর্থকেরা।