বলিভিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে এসএফআই, মার্কিন দূতাবাসের সামনে পুড়বে ট্রাম্পের কুশপুতুল

বলিভিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল এসএফআই ও ডিওয়াইএফআই। বুধবার দুপুর ৩টেয় কলকাতায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাবে তারা।

Updated By: Nov 13, 2019, 11:51 AM IST
বলিভিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে এসএফআই, মার্কিন দূতাবাসের সামনে পুড়বে ট্রাম্পের কুশপুতুল

নিজস্ব প্রতিবেদন: বলিভিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল এসএফআই ও ডিওয়াইএফআই। বুধবার দুপুর ৩টেয় কলকাতায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাবে তারা।

আরও পড়ুন-নামবে তাপমাত্রা, আগামী তিন দিন মিলতে পারে শীতের আমেজ

মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি বলিভিয়ার সার্বভৌমত্ব ক্ষুন্ন করার চেষ্টা করছে। আর সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গা ঘষাঘষি করছে মোদী সরকার। তাই আজকের বিক্ষোভ সমাবেশে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়াবে এসএফআই।

আরও পড়ুন-কাশ্মীরে তো মুফতি-মোদী জোট করেছিলেন, নৈতিকতার প্রশ্নে পাল্টা উদ্ধবের

এসএফআইয়ের বক্তব্য, দেশের অর্থনীতির হাল খারাপ। দেশের বহু সরকারি শিল্প সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। এরকম এক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের কাজ পাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করছে ট্রাম্প সরকার। পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বহু বিষয়েও নাক গলাচ্ছে হোয়াইট হাউস। তার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছে মোদী সরকার। এর প্রতিবাদেও করা হবে ওই বিক্ষোভ সমাবেশে।    

 

.