এবার বন্ধ সেলিমপুর সেতুও, শহরে জোড়া ব্রিজ বন্ধে তীব্র যানজটের আশঙ্কা

একইসময় জোড়া ব্রিজ বন্ধ থাকায় শহরে যানজটের আশঙ্কা রয়েছে।

Updated By: Aug 9, 2019, 12:03 PM IST
এবার বন্ধ সেলিমপুর সেতুও, শহরে জোড়া ব্রিজ বন্ধে তীব্র যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন : শিয়ালদা ব্রিজের পর সেলিমপুর ব্রিজ । মেরামতির জন্য এবার বন্ধ থাকবে কলকাতার আরও একটি সেতু।

স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির জন্য এবার ২ দিন জীবনানন্দ ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।  ১৬ অগাস্ট রাত থেকে ১৮ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজটি। প্রিন্স আনোয়ার শাহ ও বাইপাস সংযোগকারী এই সেতুটি সেলিমপুর ব্রিজ নামে পরিচিত।

এদিকে যেসময় এই সেলিমপুর ব্রিজ বন্ধ থাকবে, ঠিক সেই সময়ই বন্ধ থাকবে শিয়ালদা ব্রিজ বা বিদ্যাপতি সেতু। ১৫ অগাস্ট সন্ধ্যা ৬টা থেকে ১৮ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই ব্রিজটি। একইসময় জোড়া ব্রিজ বন্ধ থাকায় শহরে যানজটের আশঙ্কা রয়েছে। একদিকে উত্তর কলকাতা, অন্যদিকে দক্ষিণ কলকাতা, একইসময় বন্ধ থাকবে শহরের দুটি ব্রিজ। দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন, ১৫ অগাস্ট থেকে ৩ দিন বন্ধ শিয়ালদা ব্রিজ, বিকল্প রাস্তা ধরে গন্তব্যে কীভাবে যাবেন? জেনে নিন

প্রসঙ্গত,মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কলকাতা শহরের বুকে ব্রিজগুলির স্বাস্থ্যপরীক্ষার জন্য প্রস্তাব দিয়েছিল কেএমডিএ। আর তারপরই দফায় দফায় বিভিন্ন ব্রিজ বন্ধ রেখে সেগুলির স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

.