ঐতিহাসিক চুক্তিতে শহরে ফরাসি শিক্ষার জানলা খুলল
এবার কলকাতার এক স্কুলে ভর্তি হলেই ফ্রান্সের শিক্ষাপদ্ধতিতে পড়াশোনা করা যাবে। এশিয়ার সবচেয়ে পুরনো ফরাসি স্কুল 'লিসে ফ্রঁসে দ্য পুদুচেরির'(Lycee Francais de Pondichery) সঙ্গে ঐতিহাসিক মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (মউ) সাক্ষর করল কলকাতার 'দি ফিউচার ফাউন্ডেশন' স্কুল। এই চুক্তির ফলে কলকাতার সঙ্গে ফ্রান্সের শিক্ষা, সংস্কৃতির আদানপ্রদানের স্বপ্ন বাস্তবে রূপ পেল। সেই সঙ্গে শহরের শিশুদের কাছে 'গ্লোবাল এডুকেশন'-এর রাস্তা খুলে গেল।
ওয়েব ডেস্ক: এবার কলকাতার এক স্কুলে ভর্তি হলেই ফ্রান্সের শিক্ষাপদ্ধতিতে পড়াশোনা করা যাবে। এশিয়ার সবচেয়ে পুরনো ফরাসি স্কুল 'লিসে ফ্রঁসে দ্য পুদুচেরির'(Lycee Francais de Pondichery) সঙ্গে ঐতিহাসিক মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (মউ) সাক্ষর করল কলকাতার 'দি ফিউচার ফাউন্ডেশন' স্কুল। এই চুক্তির ফলে কলকাতার সঙ্গে ফ্রান্সের শিক্ষা, সংস্কৃতির আদানপ্রদানের স্বপ্ন বাস্তবে রূপ পেল। সেই সঙ্গে শহরের শিশুদের কাছে 'গ্লোবাল এডুকেশন'-এর রাস্তা খুলে গেল।
ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে 'দি ফিউচার ফাউন্ডেশন' স্কুলের প্রিন্সপাল রঞ্জন মিত্র ও 'লিসে ফ্রঁসে দ্য পুদুচেরির'প্রিন্সিপাল অ্যালাইন চার্লস এই মউ চুক্তিতে স্বাক্ষর করেন। ১৮৮ বছরের পুরনো পুদুচেরির 'লিসে ফ্রঁসে' স্কুলের এই ধরনের মউ চুক্তি এই প্রথম।
এই মউ সাক্ষরের ফলে ফ্রান্সের শিক্ষা পদ্ধতির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হল কলকাতার। কলকাতার 'দি ফিউচার ফাউন্ডেশন' স্কুলের ছাত্রছাত্রীরা যেমন ফরাসিদের শিক্ষাপদ্ধতিতে পড়াশোনা করবেন, তেমনই 'লিসে ফ্রঁসে দ্য পুদুচেরির'ছাত্রছাত্রীরা কলকাতার শিক্ষা- সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ধারনা পাবে।
'দি ফিউচার ফাউন্ডেশন' স্কুলের প্রিন্সপাল রঞ্জন মিত্র জানান, ' লেকচাররা প্যারিস থেকে সরাসরি একযোগে 'লিসে ফ্রঁসে' ও 'দি ফিউচার ফাউন্ডেশন'-এ পড়াবেন এমন দিন আসতে চলেছে।
শুধু পড়াশোনাই নয় ভবিষ্যতে গবেষণা ও কর্মসংস্থানের ব্যাপারেও এই চুক্তি দিগন্ত দেখাবে বলে আশা করা হচ্ছে।