বিদ্যুত্‍ ঘাটতি, ইসিএলকে বকেয়া মেটাচ্ছে রাজ্য

রাজ্যের বিদ্যুত্‍ ঘাটতি কাটাতে ইসিএলকে বকেয়া পাওনা মেটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ঠিক হয়েছে ইসিএলকে আজই ষাট কোটি টাকা দিয়ে দেওয়া হবে। নিয়ে আসা হবে বারো রেক অর্থাত্‍ প্রায় সাড়ে বিয়াল্লিশ হাজার মেট্রিক টন কয়লা। আজ মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠকের পর, এ কথা জানান রাজ্যের বিদ্যুত্‍মন্ত্রী মণীশ গুপ্ত। 

Updated By: Oct 13, 2011, 05:01 PM IST

রাজ্যের বিদ্যুত্‍ ঘাটতি কাটাতে ইসিএলকে বকেয়া পাওনা মেটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ঠিক হয়েছে ইসিএলকে আজই ষাট কোটি টাকা দিয়ে দেওয়া হবে। নিয়ে আসা হবে বারো রেক অর্থাত্‍ প্রায় সাড়ে বিয়াল্লিশ হাজার মেট্রিক টন কয়লা। আজ মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠকের পর, এ কথা জানান রাজ্যের বিদ্যুত্‍মন্ত্রী মণীশ গুপ্ত। মণীশ গুপ্তের বক্তব্য, বিদ্যুত্‍ সঙ্কটের জন্য দায়ি বিদ্যুতের লাগাতার দামবৃদ্ধি। এনিয়ে তিনি কেন্দ্রীয় বিদ্যুত্‍ মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন।কয়লার জোগান কম থাকায় গত কয়েকদিন ধরে রাজ্যে ব্যাপক বিদ্যুত্‍ ঘাটতি ছিল। গতকাল রাজ্যের বিদ্যুত্‍ ঘাটতি পৌঁছে যায় এক হাজার মেগাওয়াটে। আজও একাধিক জায়গায় দফায় দফায় লোডশেডিং হয়।

.