চিটফান্ড প্রতারণার তদন্তে সিবিআই চেয়ে অবস্থানে আমানতকারীরা

চিটফান্ড প্রতারণা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে গণঅবস্থানে বসলেন আমানতকারীরা। ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে চলছে ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি। অবস্থানে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,কর্মীরাও।

Updated By: Feb 15, 2014, 12:00 PM IST

চিটফান্ড প্রতারণা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে গণঅবস্থানে বসলেন আমানতকারীরা। ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে চলছে ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি। অবস্থানে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,কর্মীরাও।

প্রতারিত আমানতকারীদের অবিলম্বে টাকা ফেরতের দাবিতেও সরব হয়েছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে। সরকার অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

চিটফান্ডকাণ্ডে সারদা কর্ণধার সুদীপ্ত সেন ও তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এখন জেলে। সারদার চ্যানেলগুলি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে শ্যামল সেন কমিশন।

.