কুণালের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের সকালবেলার

কুণাল ঘোষের বিরুদ্ধে ফের মামলা। শুক্রবার রাতে ভাবানীপুর থানায় তৃণমূল সাংসদের মামলা দায়ের হয়। অভিযোগ দায়ের করেন `সকালবেলা` সংবাদপত্রের কর্মীরা। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধেও মামলা অভিযোগ করেছেন সকালবেলার কর্মীরা। তাঁদের বিরুদ্ধে ১২০বি, ৪২০, ৪০৬, ৪১৮, ৪২১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে ৪২০ ও ৪০৬ ধারা দুটি জামিন অযোগ্য ধারা।

Updated By: Apr 27, 2013, 02:08 PM IST

কুণাল ঘোষের বিরুদ্ধে ফের মামলা। শুক্রবার রাতে ভাবানীপুর থানায় তৃণমূল সাংসদের মামলা দায়ের হয়। অভিযোগ দায়ের করেন `সকালবেলা` সংবাদপত্রের কর্মীরা। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধেও মামলা অভিযোগ করেছেন সকালবেলার কর্মীরা। তাঁদের বিরুদ্ধে ১২০বি, ৪২০, ৪০৬, ৪১৮, ৪২১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে ৪২০ ও ৪০৬ ধারা দুটি জামিন অযোগ্য ধারা।
ইতিমধ্যেই তৃণমূল সাংসদ তথা সারদার মিডিয়ার গোষ্ঠীর প্রাক্তন সিইও নিজের স্বচ্ছতা নিয়ে সওয়াল করে দলনেত্রীকে চিঠি লিখেছেন। এই পরিসস্থিতিতে তিনি দল ছাড়তেও রাজি বলে জানিয়েছেন সাংসদ। ছ`পাতার চিঠিতে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগগুলির ব্যাখ্যা দিয়েছেন কুণাল। এর আগে সারদা গোষ্ঠীর আরও একটি সংবাদ মাধ্যম চ্যানেল টেনের পক্ষ থেকেও কণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

.