সারদা কাণ্ডে এবার নিশানায় ব্যারেটো
সারদাকাণ্ডে এবার নাম জড়াল ফুটবলার ব্যারেটোর। সারদা গোষ্ঠীর ট্যুর ও ট্রাভেলস-এর কোম্পানির পানাজির অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা পাঠানো হত ব্যারেটোর মেয়ের অ্যাকাউন্টে। তদন্তে এমনই জানতে পেরেছেন ইডির গোয়েন্দারা।
কলকাতা: সারদাকাণ্ডে এবার নাম জড়াল ফুটবলার ব্যারেটোর। সারদা গোষ্ঠীর ট্যুর ও ট্রাভেলস-এর কোম্পানির পানাজির অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা পাঠানো হত ব্যারেটোর মেয়ের অ্যাকাউন্টে। তদন্তে এমনই জানতে পেরেছেন ইডির গোয়েন্দারা।
২০১১ সালের শেষ থেকে ২০১২-এর মাঝমাঝি পর্যন্ত বেশকয়েকবার ব্যারেটোর মেয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। প্রশ্ন উঠছে, সারদার সঙ্গে ব্যারেটোর সরাসরি কোনও যোগ না থাকা সত্ত্বেও কেন তাঁর মেয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো হত? ইডির গোয়েন্দারা মনে করছেন, এভাবে সারদার বিশাল পরিমান টাকা অন্যকোথাও সরানো হয়েছিল। উঠে আসছে রাজ্যের দুই সাংসদ ও এক মন্ত্রীর নামও। বিষয়টি পরিষ্কার করতে শিগগিরি ব্যারেটোকে জেরার জন্য তলব করতে পারে ইডি।