সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি জেরার আবেদন কুণাল ঘোষের

নিজেকে নির্দোষ প্রমাণ করতে ফের সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি জেরার আবেদন করলেন কুণাল ঘোষ। আজ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই আবেদন করেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, সিবিআইকে লেখা চিঠিটি সুদীপ্ত সেনের নয়। বিধাননগর আদালতে সাক্ষাতের সময় এই কথাই তাঁকে জানিয়েছিলেন সুদীপ্ত সেন।

Updated By: Jan 12, 2014, 04:51 PM IST

নিজেকে নির্দোষ প্রমাণ করতে ফের সুদীপ্ত সেনের সঙ্গে মুখোমুখি জেরার আবেদন করলেন কুণাল ঘোষ। আজ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই আবেদন করেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, সিবিআইকে লেখা চিঠিটি সুদীপ্ত সেনের নয়। বিধাননগর আদালতে সাক্ষাতের সময় এই কথাই তাঁকে জানিয়েছিলেন সুদীপ্ত সেন।

গ্রেফতার হওয়ার পর থেকে বারবারই সুদীপ্ত সেনের মুখোমুখি হতে চেয়েছেন কুণাল ঘোষ। পুলিসকে নিজের ইচ্ছের কথাও জানিয়েছেন। গত শুক্রবার সেই ইচ্ছাপূরণ হয়। এবার তাঁকে ও সুদীপ্ত সেনকে মুখোমুখি জেরার আবেদন করলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

একইসঙ্গে ফের উস্কে দিলেন আরও একটি বিতর্ক। রবিবার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তৃণমূল সাংসদের দাবি, সিবিআইকে লেখা চিঠিটি সুদীপ্ত সেনের লেখা নয়। বিধানগর আদালতে সাক্ষাতের সময় এই কথাই তাঁকে বলেছিলেন সুদীপ্ত সেন।

সিবিআইকে লেখা চিঠিটি আদৌ সুদীপ্ত সেনের নিজের লেখা কিনা তা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। সম্প্রতি আদালতে সুদীপ্ত সেন নিজেও বিষয়টি অস্বীকার করেন।

.