এবার সুদীপ্ত সেনের বাড়ির দখল নিল ED
এবার সুদীপ্ত সেনের সল্টলেকের বাড়ির দখল নিল ED। FD-৪৫৬ নম্বর বাড়ির নিচের ফ্লোরের দখল নেয় এই তদন্তকারী সংস্থাটি। সেই সঙ্গে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয় তার ১ হাজার কোটি টাকার সম্পত্তিও।
ওয়েব ডেস্ক : এবার সুদীপ্ত সেনের সল্টলেকের বাড়ির দখল নিল ED। FD-৪৫৬ নম্বর বাড়ির নিচের ফ্লোরের দখল নেয় এই তদন্তকারী সংস্থাটি। সেই সঙ্গে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয় তার ১ হাজার কোটি টাকার সম্পত্তিও।
আরও পড়ুন- স্কুল-কলেজের পরিচালন সমিতিগুলির 'যোগ্যতামান' বেঁধে দিলেন শিক্ষামন্ত্রী
গত কয়েকদিন ধরেই সারদা মামলায় ফের গতি এসেছে। ED-র পক্ষ থেকে নতুন করে নথি জোগাড় করার কাজও শুরু হয়েছে সেখানে। এরপরই আজ সকালে সংস্থাটির পক্ষ থেকে FD-৪৫৬ নম্বর বাড়িতে হানা দেওয়া হয়। সেই সঙ্গে আরও কিছু নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছে তারা।
তদন্তে নামে ২০১৩ সালের এপ্রিল মাসে কাশ্মীর থেকে গোয়েন্দাদের হাতে ধরা পড়ে সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবযানী। এরপর থেকেই জেলে রয়েছে তারা।