সারদার টাকা ইডি-কে ফেরত দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়

সারদার নিয়ন্ত্রণাধীন একটি সংস্থার বিপণনী দূত হয়েছিলেন শতাব্দী।

Updated By: Sep 4, 2019, 04:13 PM IST
সারদার টাকা ইডি-কে ফেরত দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়

নিজস্ব প্রতিবেদন: সারদার টাকা ফেরত দিলেন বীরভূমের শতাব্দী রায়। মঙ্গলবার ৩১ লক্ষ টাকা এনফোর্সমেন্ট ডিরেকটরেটে দিয়েছেন তৃণমূল সাংসদ। 

সম্প্রতি বীরভূমের তৃণমূল সাংসদকে জেরা করেন ইডি আধিকারিকরা। সারদার নিয়ন্ত্রণাধীন একটি সংস্থার বিপণনী দূত হয়েছিলেন শতাব্দী। কত টাকার আর্থিক লেনদেন হয়েছিল, তা শতাব্দীর কাছে জানতে চান তদন্তকারীরা।     

এরপরই ইডি-কে চিঠি দিয়ে চুক্তিবাবদ সারদার থেকে নেওয়া টাকা ফেরতের ইচ্ছাপ্রকাশ করেন শতাব্দী রায়। তিনি জানান, সারদার সঙ্গে চুক্তিতে যত টাকা নিয়েছিলেন, তা তিনি ফিরিয়ে দিতে চান। বুধবার কুরিয়ারের মাধ্যমে ইডি দফতরে ৩১ লক্ষ টাকার ব্যাঙ্ক ড্রাফট পাঠিয়েছেন শতাব্দী রায়। 

২০১৫ সালে ১ কোটি ১৯ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার একই পথে হাঁটলেন শতাব্দী রায়।  

আরও পড়ুন- বৈশাখীর মান ভাঙাতে আর রাজি নন বিজেপি নেতৃত্ব! দিল্লি থেকে ফিরেই তাঁদের দিলেন স্পষ্ট বার্তা

.