আদিবাসীদের মিছিলে যানজটে কলকাতা, নাকাল নিত্যযাত্রীরা

সাঁওতলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, এই দাবিতে রানি রাসমণি রোড সাঁওতাল, আদিবাসীদের মিছিল। হাওড়া থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাস চলাচল। আর এতেই নাকাল হচ্ছেন নিত্য যাত্রীরা। জ্যাম গোটা হাওড়া ব্রিজে। গাড়ির চাকা প্রায় থমকেই রয়েছে।  

Updated By: Sep 23, 2015, 10:08 AM IST
আদিবাসীদের মিছিলে যানজটে কলকাতা, নাকাল নিত্যযাত্রীরা

কলকাতা: সাঁওতলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, এই দাবিতে রানি রাসমণি রোড সাঁওতাল, আদিবাসীদের মিছিল। হাওড়া থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাস চলাচল। আর এতেই নাকাল হচ্ছেন নিত্য যাত্রীরা। জ্যাম গোটা হাওড়া ব্রিজে। গাড়ির চাকা প্রায় থমকেই রয়েছে।  

প্রতিবছর ২৩ সেপ্টেম্বর এই অনুষ্ঠান কর্মসূচী পালন করে আদিবাসীরা। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসতে শুরু করে আদিবাসী মানুষ। হাওড়া, কলকাতা, শিয়ালদাহ স্টেশন থেকে কলকাতার কেন্দ্র বিন্দু রানি রাসমণি রোডের দিকে অগ্রসর হচ্ছে মিছিল। আর এতেই ভোগান্তিতে পড়েছেন নিত্য যাত্রীরা। ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া-গড়িয়া, হাওড়া-যাদবপুর, হাওড়া টালিগঞ্জ রুটের সমস্ত বাস। ব্রেবন রোডের বদলে বাস ঘুরিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ড রোডের দিকে। হাতে সময় নিয়ে বেরলেও অফিসে দেরি করে ঢুকতে হবে, এই ভেবেই মাথায় হাত অফিস যাত্রীদের।  

.