খাস কলকাতায় খাবারে ভেজাল, দুধে ভেজাল, মেনে নিলেন খোদ মন্ত্রী

খাস কলকাতায় খাবারে ভেজাল। দুধে ভেজাল। মেনে নিলেন খোদ মন্ত্রী। খাদ্য দফতরের কাঁধেই  দায় চাপালেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। পুরসভাকে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন মন্ত্রী।

Updated By: Dec 23, 2015, 07:38 PM IST
খাস কলকাতায় খাবারে ভেজাল, দুধে ভেজাল, মেনে নিলেন খোদ মন্ত্রী

ওয়েব ডেস্ক: খাস কলকাতায় খাবারে ভেজাল। দুধে ভেজাল। মেনে নিলেন খোদ মন্ত্রী। খাদ্য দফতরের কাঁধেই  দায় চাপালেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। পুরসভাকে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন মন্ত্রী।

দুধে বিষ
সবজিতে বিষ
মাছে বিষ

আমরাই এই ছবি দেখিয়েছি  বারবার। এক্সক্লুসিভ।

ভেজাল মানলেন মন্ত্রী
খাবার এবং দুধে ভেজালের এই অভিযোগ এবার মেনে নিলেন রাজ্যের মন্ত্রী। ক্রেতা সুরক্ষা দফতরের একটি অনুষ্ঠানে গিয়ে চাঞ্চল্যকর এই স্বীকারোক্তি সাধন পাণ্ডের। খাদ্য দফতরের ঘাড়েই দায় চাপিয়েছেন মন্ত্রী। পুরসভাকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

ভেজাল মানলেন মন্ত্রী
খাবারে ভেজাল নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি তিনি। ভেজালের কথা কার্যত স্বীকার করে নিলেও পরিকাঠামোর দোহাই দিয়েছে পুরসভা।

বৃহস্পতিবার ক্রেতা সুরক্ষা দিবস। খাদ্য নিরাপত্তায় বেশি গুরুত্ব দিতে চাইছে মন্ত্রক। পুরসভার সঙ্গে বৈঠকও করেছেন মন্ত্রী সাধন পাণ্ডে। কিন্তু হঠাত্‍ প্রকাশ্যে মুখ খুলে কেন বিতর্ক উসকে দিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তা নিয়েই উঠছে প্রশ্ন।

.