Rujira Banerjee: নিয়োগ দুর্নীতিতে ইডি-র জেরা, সাড়ে ৮ ঘণ্টা পর সিজিও থেকে বেরোলেন রুজিরা

গত সপ্তাহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্ত্রীকে সমন পাঠিয়েছিল ইডি।  

Updated By: Oct 11, 2023, 09:31 PM IST
Rujira Banerjee: নিয়োগ দুর্নীতিতে ইডি-র জেরা, সাড়ে ৮ ঘণ্টা পর সিজিও থেকে বেরোলেন রুজিরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র অভিষেক পত্নী রুজিরা বন্ধ্যোপাধ্যায়। সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে চলল ম্যারাথন জেরা। সাড়ে ৮ ঘণ্টা পর ছাড়া পেলেন তিনি। সিজিও থেকে বেরিয়ে অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হননি রুজিরা। গেটের সামনে থেকেই উঠে পড়েন গাড়িতে।

আরও পড়ুন: BJP: ক্ষোভ চরমে! বিজেপির রাজ্য দফতরে এবার প্রতিবাদ সমাবেশ...

কয়লা পাচারকাণ্ডের এবার নিয়োগ দুর্নীতি মামলা। ফের ইডির জেরার মুখে রুজিরা। গত সপ্তাহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্ত্রীকে সমন পাঠিয়েছিল ইডি। ঘড়িতে তখন প্রায় এগারোটা। এদিন সকালে সাদা ইনোভা গাড়ি চেপে সিজিও কমপ্লেক্সে পৌঁছন রুজিরা। বাইরে এলেন ঠিক ৭টা ৩১ মিনিটে।

ইডি সূত্রে খবর, এক মহিলা আধিকারিকের উপস্থিতিতে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী অফিসার। স্রেফ অভিষেক নন, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন তাঁর স্ত্রীও। ডিরেক্টর হিসেবে কী ভূমিকা ছিল? কবে তৈরি হল সংস্থাটি? কোথায় কোথায় সম্পত্তি রয়েছে? রুজিরা কাছে জানতে চান ইডি আধিকারিকরা।

এদিকে রুজিরা তখনও পৌঁছননি। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় সিজিও কমপ্লেক্স। কলকাতায় ইডি-র দফতরে মোতায়েন করা হয় প্রচুর পুলিস।  ব্য়ারিকেড করে দেওয়া হয় চারিদিকে। গাড়ি চলাচলেও রাশ টানা হয়। সকাল ১১টা নাগাদ রুজিরা সিজিওতে ঢোকার পরও সেই নিরাপত্তা ব্যবস্থা ছিল।

আরও পড়ুন:  Howral Lonch: দোরগোড়ায় পুজো; পকেটে নেই বেতন, মুখে হাসি নেই হাওড়ার লঞ্চ কর্মীদের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.