নেতাজি জয়ন্তীতে নয়া ভারত নির্মাণে সংঘবদ্ধভাবে কাজের ডাক মোহন ভাগবতের

'আমাদের ভোটে জেতার নেই। কিন্তু আমরা দেশ মায়ের কথা ভাবি, কাজ করে যাব-ই।'

Updated By: Jan 23, 2023, 11:33 AM IST
নেতাজি জয়ন্তীতে নয়া ভারত নির্মাণে সংঘবদ্ধভাবে কাজের ডাক মোহন ভাগবতের

মৌমিতা চক্রবর্তী: আরএসএস-এর নেতাজি স্মরণ। শহিদ মিনার প্রাঙ্গণে এদিন পরাক্রম দিবসে নেতাজি স্মরণে 'নেতাজি লহ প্রণাম' অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস। সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, 'সুভাষ চন্দ্র বোসকে আমরা স্মরণ করছি। এটা আমরা প্রতিবার করি। শ্যামবাজারে একবার আমি ছিলাম। আমরা প্রথম থেকেই করে আসছি। সংগঠন এখন বড় হয়েছে বলে মানুষ জানতে পারে। শুদ্ধ মানবতাপূর্ণ জীবন যার, তাঁকে স্মরণ করি আমরা। সমাজের প্রতি ওনার ভাবনাকে সম্মান জানাই। এত পড়াশোনা জানতেন, অনেক টাকা উপার্জন করতেই পারতেন! কিন্তু দেশের জন্য জীবন কাটিয়েছেন। নিজেকে পূর্ণ সমর্পণ করেছিলেন দেশের জন্য। নিজের জীবনের পরোয়া করেননি। এটাও দেশের জন্য তপস্যা। ওই সময় উনি কিছু-ই পান নি।'

মোহন ভাগবত আরও বলেন,'স্বতন্ত্র দেশে উনি সবসময় নেতাজি-ই।  আজকেও  নেতাজি-ই। নেতৃত্ব করেন যিনি, তিনিই নেতাজি। ওনার সব গুণ আমাদের ভিতরে থাকা জরুরি। ওনার যে ভারতের স্বপ্ন ছিল তা পূরণ করতে হবে। কংগ্রেসের আন্দোলনে ভাগ নিয়েছিলেন তিনি। কিন্তু যখন উনি দখলেন যে ওইভাবে হবে না, তখন সশস্ত্র পথ বাছেন। কিন্তু রাস্তা তো একটাই ছিল। দেশ।'

তাঁর কথায়, 'আমরা সবাই এখন নিজেরটা ভাবতে ব্যস্ত। কিন্তু সবচেয়ে উপরে আমাদের দেশ। দেশের জন্য ভাবতেই হবে। দেশকে মানতে হবে। এটা সাধনা। নয়া ভারতের নির্মাণ করতে হলে সংঘবদ্ধভাবে দেশের কাজ করতে হবে। আরও ভালোভাবে অনুশীলন করতে হবে।। তার জন্য রোজ শাখায় আসতে হয়। আমাদের ভোটে জেতার নেই। কিন্তু আমরা দেশ মায়ের কথা ভাবি, কাজ করে যাব-ই।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.