রিপন স্ট্রিটের রোশনির বিয়ে হয়েছিল সুরাটের ধনী ব্যবসায়ী পরিবারে, তাঁর এই অবস্থা!
কলকাতার মেয়ের বিয়ে হয়েছিল সুরাটের ধনী পরিবারে। আশা ছিল সুখী হবে আদরের সন্তান। সতেরো বছর পর কন্যা সন্তানের হাত ধরে বাড়ি ফিরেছে সেই মেয়ে। সারা শরীরে অত্যাচারের চিহ্ন। পণের দাবিতে বছরের পর বছর নির্যাতন চালিয়েছে স্বামী, শ্বশুর, শাশুড়ি। রিপন স্ট্রিটের রোশনি। বিয়ে হয়েছিল সুরাটের ধনী ব্যবসায়ী পরিবারে। সতেরো বছর আগে। মেয়ে সুন্দরী। তাই দহেজ নেয়নি শ্বশুরবাড়ি। মেয়ে রাজরানি হয়ে থাকবে। স্বপ্ন দেখেছিল রিপন স্ট্রিটের ছোট ব্যবসায়ী পরিবার। কিন্তু, মধুচন্দ্রিমার পর থেকেই স্বামী মুরলি পঞ্জাবির প্রকৃত রূপ দেখতে শুরু করলেন।
ওয়েব ডেস্ক: কলকাতার মেয়ের বিয়ে হয়েছিল সুরাটের ধনী পরিবারে। আশা ছিল সুখী হবে আদরের সন্তান। সতেরো বছর পর কন্যা সন্তানের হাত ধরে বাড়ি ফিরেছে সেই মেয়ে। সারা শরীরে অত্যাচারের চিহ্ন। পণের দাবিতে বছরের পর বছর নির্যাতন চালিয়েছে স্বামী, শ্বশুর, শাশুড়ি। রিপন স্ট্রিটের রোশনি। বিয়ে হয়েছিল সুরাটের ধনী ব্যবসায়ী পরিবারে। সতেরো বছর আগে। মেয়ে সুন্দরী। তাই দহেজ নেয়নি শ্বশুরবাড়ি। মেয়ে রাজরানি হয়ে থাকবে। স্বপ্ন দেখেছিল রিপন স্ট্রিটের ছোট ব্যবসায়ী পরিবার। কিন্তু, মধুচন্দ্রিমার পর থেকেই স্বামী মুরলি পঞ্জাবির প্রকৃত রূপ দেখতে শুরু করলেন।
আরও পড়ুন অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট
নিম্নবিত্ত বাবা-মা কলকাতায় বসে বুঝতেও পারেননি সুরাটে মেয়েকে কী অত্যাচার সহ্য করা হচ্ছে। ন'বছর আগে শিশুকন্যার জন্মের পর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। একদিন নিজের মেয়েকেই গলায় বেল্ট পেঁচিয়ে খুন করতেও চেষ্টা করেন মুরলি। এরপরেই মেয়ের হাত ধরে কলকাতার ফেরেন রোশনি। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। খুনের চেষ্টা ও বধু নির্যাতনের মামলা রুজু করেছে পার্ক স্ট্রিট থানা। অভিযোগ দায়েরের পরেই সুরাট থেকে আসছে ফোনে হুমকি। এমনকি বাড়ি বয়ে এসে অভিযোগ করে যাচ্ছে শ্বশুরবাড়ির আত্মীয়রা। আতান্তরে প্রশাসনের মুখ চেয়ে অসহায় পরিবার।
আরও পড়ুন নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী