Kolkata: রোমা ঝাওয়ার অপহরণে মুক্তিপণের টাকা ভাগের জেরে খুন, যাবজ্জীবন গুঞ্জন ঘোষের

 ২০০৫ সালে সল্টলেক থেকে অপহরণ করা হয় স্কুল পড়ুয়া রোমা ঝাওয়ারকে

Updated By: Sep 13, 2021, 06:02 PM IST
Kolkata: রোমা ঝাওয়ার অপহরণে মুক্তিপণের টাকা ভাগের জেরে খুন, যাবজ্জীবন গুঞ্জন ঘোষের

নিজস্ব প্রতিবেদন: রোমা ঝাওয়ার অপহরণ মামলায় মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আলিপুর আদালত।

২০০৫ সালে রোমা ঝাওয়ারকে অপহরণ করে গুঞ্জন ও তার দলবল। কিন্তু সমস্যা হয় মুক্তিপণের টাকা ভাগাভাগি নিয়ে। টাকা ভাগযোগ নিয়ে অশান্তির জেরেই গুঞ্জন ঘোষ খুন করে অরবিন্দ প্রসাদ নামে তার এক সঙ্গীকে। সেই মামলায় আজ গুঞ্জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আলিপুর জাজেস কোর্ট।

আরও পড়ুন-Bhabanipur By-Poll Case: পিছল উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, কী বলল হাইকোর্ট?  

উল্লেখ্য, ওই খুনের অভিযোগ দোষী সাব্যস্ত করা হয় ৪ জনকে। গুঞ্জন ছাড়াও সেই তালিকায় রয়েছে গুঞ্জনের ৩ সঙ্গী গুড্ডু যাদব, মুন্না সিং ও মুকেশ সিং। 

আরও পড়ুন-Agartala: Abhishek Banerjee-র পদযাত্রায় নিষেধাজ্ঞা Tripura Police-এর

উল্লেখ্য়, ২০০৫ সালে সল্টলেক থেকে অপহরণ করা হয় স্কুল পড়ুয়া রোমা ঝাওয়ারকে। মুক্তিপণ হিসেবে নেওয়া হয় ২০ লাখ টাকা। সেই টাকা ভাগাভাগি করতে গিয়েই বিবাদে জড়িয়ে পড়ে গুঞ্জন সহ অপহরণকারীরা। তার জেরেই খুন হতে হয় অরবিন্দ প্রসাদকে।

এর আগে রোমা ঝাওয়ার ছাড়াও দমদমের এক ব্যবসায়ীর ছেলে মিঠুন কোলে ও বিশ্বজিত্ দে নামে দুজনকে খুনের মামলায় যাবজ্জীবন হয়েছে গুঞ্জনের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.